আমাদের কথা খুঁজে নিন

   

ডিজুসের নতুন অ্যাড- এরা আসলে আমাদের কি শেখাতে চায়?



ডিজুসের নতুন অ্যাডটা বেশ কিছুদিন ধরে লক্ষ করছি। অ্যাডটা যে আপত্তিকর ভাবে ভুল জিনিস তুলে ধরছে সেটা নিয়ে কেউ কিছু বলছে না। সামুতেও এ নিয়ে কোন পোস্ট চোখে পড়ে নি। অ্যাডটা নিশ্চয়ই দেখেছেন। খেলার মাঠ দখল করে তাতে অ্যাপার্টমেন্ট বানানোর চেষ্টা ও ডিজুসদের প্রতিরোধ।

কাহিনী মূলত এটা হলেও আসলে বিষয়টা কি তুলে ধরছে সেটা খেয়াল করেছেন কি? দখল হওয়া দেখে একজন কয়েকজনকে বলল। তারা আবার অন্যদের কল করে ডেকে নিয়ে এল। কয়েকশ জন মিলে দুইজনকে তাড়িয়ে দিল। এখানে মটো হিসেবে “বন্ধুতে শক্তি ,বন্ধুতে জয়” চালানো হলেও কয়েকশ জন মিলে এভাবে সন্ত্রাসীর ভঙ্গীতে এসে দখলদার দুইজনের সাথে যে ভঙ্গিতে হুমকি দিয়ে “এই মাঠে খেলে আমার বড় হয়েছি, ওরাও খেলবে এই মাঠে” বলল তা কি আসলে “বন্ধুতে শক্তি বন্ধুতে জয়” প্রকাশ করে নাকি “সন্ত্রাসে শক্তি,সন্ত্রাসে জয়” বা “হুমকিতে শক্তি, হুমকিতে জয়” কে প্রকাশ করে? এটা কিভাবে বন্ধুত্বের শক্তি তুলে ধরল? আর এই পদ্ধতিটাই বা কতটুকু বাস্তবসম্মত! ঐ দুইজন তখনকার মত চলে গেলেও তারা কি আর ফিরে আসবে না? আপনাদের মনে থাকতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু বাংলালিংকের বিজ্ঞাপণেও ছিল। যশোরের জয়িতা, মনে আছে? সেখানে শিশুরা প্রতিবাদ করেছিল, বুলডোজারের সামনে চুপচাপ দাঁড়িয়ে।

এই অ্যাডেও যদি সেরকম হত, যে সবাই মিলে নিরবে দাঁড়িয়ে দখলদারদের আটকে দিচ্ছে, সেটা অনেক সুন্দর হত। বন্ধুত্বের শক্তিটা প্রকাশ পেত। একটা সময় ছিল যখন গ্রামীণফোনের বিজ্ঞাপণের একটা কোয়ালিটি ছিল। আর সব ধরনের প্রোগ্রামে গ্রামীণের অ্যাড দেয়াও হত না। আর এখন, নাচের প্রতিযোগীতা, লো কোয়ালিটির ভাঁড়ামো ম্যাগাজিন সহ সবকিছুতেই দেখি গ্রামীণ! আর কোয়ালিটি তো তাদের সার্ভিসের মতই হয়ে গেছে।

এই ডিজুস আমাদের আর কতকিছু শেখাবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।