কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
ব্লগার শায়লা হকের -ব্রা
চেপে ছিলে পিউবার্টির বছর
দিদা জোর করেনি খুব
শুধু বলেছিল
মেয়েদের সুন্দর হতে হয়
সুন্দর হতে গেলে
বুকে একজোড়া পিরামিড
ধরতেই হবে
এখন তোর বাড়ন্ত বয়স
তাই চেরির উপর
চাপিয়ে দিলাম নকল পিরামিড
যতই ইলাস্টিক হও তুমি নকল পিরামিড -
গত সাতটি বছরে
আমার চামড়ায় চেপে থেকে
শুধু ফোস্কা ফেলেছো
কামড়ে বসেছো আমার
বুকে জুন জুলাইয়ের দুপুর জুড়ে
উপহার দিয়েছ রাশি রাশি ঘামাচি
তোমাকে বিদায় আজ নকল পিরামিড
আমার বেড়ে ওঠা তোমাকে ছাড়িয়েছে বহুদিন
(এই দেখ দিদা
আমি
রোদে আর বাতাসে আরও কত সুন্দর হতে পারি)
তুমি চলে যাও হারিয়ে যাও
আমাদের বুকে আর
ইলাস্টিক শেকল হয়ো না।
ব্লগার মানুষের জাংগিয়া
বহুক্ষণ ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করে বহু মল ঘুরে
কিনিতে গিয়াছি শার্ট প্যান্ট আমি
কিনিতে গিয়াছি স্যান্ডু
কেনা হয় নাই লিষ্টি ভুলিয়া
ঘরে ফিরে গেল মগজ গুলিয়া
সবই কিনিয়াছি বাদ পড়িয়াছে
মোর পরণের আন্ডু
ব্লগার বিলালের- প্যান্টি
বহুদিন গেলো, বহু মাস গেলো
বুঝিনাই কিছু তার।
একটি জিনিস বুঝিতে গিয়া
বছর করেছি পার।
রন্টিতো বেশ ভালোই ছিলো,
প্রশ্ন তাহলে কোনটি,
কেন তাহার বিছানার পাশে
পড়িয়াছিলো এক প্যান্টি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।