আমাদের কথা খুঁজে নিন

   

বুখারি: দ্বিতীয় কিস্তি (বুখারি নিজেই সহি বুখারি শরিফ লিখেছিলেন)



এই লিংকে: বুখারি শরিফ তিনি ঠিক কবে শুরু করেছিলেন তা জানা যায় না, কিন্তু আমরা এটুকু জানতে পারি, শেষ করবার পর তিনি পান্ডুলিপিটি তার শিক্ষক ইমাম আহমাদ ইবন হাম্বল(রঃ) (মৃত্যু: ২৪১ হি. মৃত্যু: ৮৫৫খৃ.) কে দেখান তার অনুমোদনের জন্য। A specific date has not been known as to when he had started the writing of Bukhari Shareef, however, we do know that after he had finished he had shown the manuscript to his teachers Imam Ahmad Ibn Hanbal (R.A) for approval ... তিনি এই গ্রন্থটি লিখতে সময় নেন ১৬টি বছর। তার যখন বয়স মাত্র ২৩ বছর, (২১৭ হি.) তখন তিনি এই গ্রন্থ প্রণয়নের কাজে হাত দেন। It has also been recorded that it took the noble writer a period of 16 years to gather the ahaadeeth and to write Bukhari Shareef which sets the date back to 217 A.H, as the year in which he started the compilation; Imam Bukhari (R.A) being merely 23 years of age. বুখারি যখন কাজ শুরু করেন, তখন প্রকাশিত হাদিস গ্রন্থ ছিল খুব কম যেগুলোর ভেতরে দূর্বল এবং সবল হাদিস মিশ্রিত ছিল। এগুলো দেখেই বুখারির ইচ্ছা হয় শুধুমাত্র শক্তিশালি (strong testimonials) হাদিসের একটি সংকলন করতে। Ishaaq Ibn Rahway (R.A) agreed to this idea which strengthened Imam Bukhari’s (R.A) decision. ইমাম বুখারি বলেন: তার শিক্ষক ইসহাক ইবন রাহওয়া (Rahway ) একদিন এক সেশনে মন্তব্য করেছিলেন, এটা খুব এ্যাপ্রিশিয়েট করার মত ব্যাপার হতো যদি কেউ শক্তিশালি এবং নির্ভরযোগ্য হাদিসগুলো একসাথে করতো আর বই-এর গড়ন দিয়ে লিখে ফেলতো (it would be appreciated if someone could collect ahaadeeth which held strong and reliable testimonials and write them in the form of a kitaab.) ইমাম বুখারি এতে খুব উৎসাহিত হন। পরে নবীকে স্বপ্নেও দেখেন ...This inspired Imam Bukhari (R.A) which was later strengthened by a dream in which Imam Bukhari (R.A) was positioned in front of the Prophet Sallallahu Alaihi Wasallam with a fan in one hand to aid him in ridding the Prophet Sallallahu Alaihi Wasallam of all flies which would rest upon him. Imam Bukhari (R.A) had taken great care in writing the ahaadeeth and choosing those which met the standards and conditions which he set to find ahaadeeth with only strong testimonials which included only reliable and trustworthy testifiers. তিনি ১৬ বছর ব্যায় করেন এই গ্রন্থ লিখতে গিয়ে এবং এর ভেতরে তিনবার সংশোধনী আনেন। He spent 16 years in writing the kitaab, altering it a total of three times. এছাড়া এই লিংকে: (জ্বরের জন্য খুব যত্ন নিয়ে লিখতে পারলাম না, স্যরি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।