আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার হাইকোর্টে কোরআন ব্যান করে দেওয়া প্রসংগে দিল্লী শাহী মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারি!!

নাস্তিক, লীগ, দল, আহলে হাদিস, শিবির, মাজার পূজারী এর গোলামী করলে খবর আছে..... যখন কলকাতার হাইকোর্টে কোরআন ব্যান করে দেওয়ার জন্য মামলা হয়েছিল এভাবেই বক্তৃতা রাখছিলেন ভারতের দিল্লী শাহী মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারি:::: "এ ভারতকে আমরা মুসলমানরা সাজিয়েছি সাড়ে ৮০০বছর ধরে। এ ভারতের কুতুব মিনার, তাজমহল, শিষমহল যা কিছু সুন্দর আমরাই বানিয়েছি। সেই মুসলমানদের কলিজা কোরআন ব্যান করার মত রায় যদি ভারতের কোন বিচারক দেয় আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই আমি ভারতবর্ষের ২০কোটি মুসলমানের ইমাম বলছি, সে বিচারককে আমি পায়ের নিচে পাড়ায় ধরে বামহাত দিয়ে তার জিহবাটা টেনে ছিড়ে ফেলে দিব।" এই মহান নেতার মত নেতা ই আজ আমাদের সমাজের জন্ন দরকার। মুসলমানের প্রত্যেকটি যুদ্ধ, প্রত্যেকটি জিহাদ ছিল রক্ষনাত্মক এবং এখনও আছে। "এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য."(Quran 2:2 সংগ্রহীত  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।