আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল ছাড়তে চান কাকা

এবার আর গুঞ্জন নয়। সত্যিই রিয়াল মাদ্রিদ ছাড়তে চান কাকা। ব্রাজিলীয় ফরোয়ার্ড গতকাল বৃহস্পতিবার স্বীকার করেছেন, নিজের ইচ্ছার কথাটা ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি।
২০০৯ সালে ৬৫ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি।

কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। মেসুত ওজিল রিয়ালে যোগ দেওয়ার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে। নতুন কোচ কার্লোস আনচেলত্তিরও সুনজরে নেই তিনি। এ মুহূর্তে কাকার চেয়ে রিয়ালে বেশি গুরুত্ব পাচ্ছেন জার্মানির ওজিল ও স্পেনের ইসকো। ২ সেপ্টেম্বর দলবদলের শেষ সময়।

কাকার আশা, এ সময়ের মধ্যেই তাঁর সমস্যা সমাধানে সহায়তা করবে রিয়াল।
গতকাল প্রীতি ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়াকে ৪-০ গোলে হারায় রিয়াল। ওই ম্যাচে দুটি গোল করেন কাকা। ম্যাচের শেষে রিয়ালে ‘কষ্টে’ থাকার কথাটা লুকিয়ে রাখেননি ৩১ বছর বয়সী এই ফুটবলার, ‘ক্লাব জানে, আমি চলে যেতে চাই।   আশা করছি, আমাকে একটা সমাধান খুঁজে পেতে ক্লাব সহায়তা করবে।

এখানে সবকিছু আমার জন্য কঠিন হয়ে গেছে। দলে কোনো সময়ই জায়গা পাচ্ছি না। প্রতিদিনই দলের সঙ্গে অনুশীলন করছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি ভালো আছি। ’
এই মুহূর্তে বিশ্বের দামি খেলোয়াড়দের অন্যতম কাকা।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রতি মৌসুমে তাঁর আয় এক কোটি ইউরোর বেশি। আর এই বিপুল অঙ্কের আর্থিক ব্যাপারটি তাঁর ক্লাব ছাড়ার পথ জটিল করে তুলতে পারে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.