গ্যারেথ বেলকে স্বাগত জানানোর দিন সান্তিয়াগো বার্নাব্যুর সামনে রিয়াল-সমর্থকদের ভিড়। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, ‘দয়া করে ওজিলকে ছেড়ে দিয়ো না। ’ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে উদ্দেশ করে সমর্থকদের এই আকুতিতে সাড়া মেলেনি। গ্যারেথ বেলকে লস ব্ল্যাঙ্কোসদের শিবিরে স্বাগত জানানোর ঠিক পরপরই খবর এল, রিয়াল ছেড়ে আর্সেনালে যাওয়া নিশ্চিত হয়ে গেছে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের। ব্যাপারটি রিয়াল মাদ্রিদ-সমর্থকদের জন্য আঘাত হয়ে এসেছে, এতে কোনো সন্দেহ নেই।
রিয়াল ওজিলকে ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন সাবেক কোচ হোসে মরিনহোও। তিনি ওজিলকে বিশ্বের অন্যতম সেরা ‘১০ নম্বর’ উল্লেখ করে বলেছেন, ‘ওজিলের মতো খেলোয়াড়ের সঙ্গে কারও তুলনা হয় না। তাঁকে রিয়াল কেন ছেড়ে দিল, বুঝতে পারছি না। ’ দুই বছর আগে রিয়ালের কোচ হিসেবে যোগ দিয়ে মরিনহো ‘নতুন রিয়াল মাদ্রিদ’ গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। ওজিল ছিলেন সেই পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ।
রিয়াল হঠাত্ ওজিলকে ছেড়ে দিল কেন? খুব সম্ভবত গ্যারেথ বেলকে আমদানি করার ধাক্কা সামলাতেই ওজিলের ঔজ্জ্বল্যকে বিক্রি করেছে রিয়াল। গঞ্জালো হিগুয়েইন, রাউল আবিওল ও হোসে কায়েহনকে বিক্রি করে প্রায় ৬০ মিলিয়ন ইউরো পেয়েছিল রিয়াল। তবে ইলারামেন্দিকে ৩৮ মিলিয়ন, ইসকোকে ৩০ মিলিয়ন ও দানি কারভাহালকে সাড়ে ছয় মিলিয়ন ইউরোয় কেনার পর টাকার দরকার পড়তেই পারে। কিন্তু তাই বলে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়ালকে সেই টাকা জোগাড় করতে হবে ওজিলকে বিক্রি করে!।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।