স্বপ্নবাজ তোর জন্য গাঁথি আমি হাজার তারার ফুল, বারেবারে কেন বুঝাস তুই স্বপ্নেরা ছিল ভুল, চাঁদ ওঠে যদি আকাশে মনে আসিস তুই, বৃষ্টিমাঝে ভাবি তোকে চোখে জল অথৈ, একসাথে হয়না ভেজা জল-জ্যোৎস্নায়, এঁকেছিস মনে এক ছবি নীলের ছোঁয়ায়, বুঝবি হারাবো যখন না ফেরার পথে, পারবিনা চাইলেও দু'হাত ধরতে হাতে... আয়োজন করে হয়েছি তোর কাছে প্রয়োজন, রঙীন কোন আসরে ডুবে থাকে তোর মন, অলস সময় যখন কেউ নেই পাশে, আমার দেয়া স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, মুঠোফোনে দু'এক কথায় জেনে নেয়া কেমন আছি, পথ ভুলে এসে দেখাস তুই ইচ্ছের কানামাছি, বুঝবি হারাবো যখন না ফেরার পথে, পারবিনা চাইলেও দু'হাত ধরতে হাতে... © Razib Hasan
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।