বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
পুরা বিশ্বব্যাপী উত্তেজনা। ভোট ভোট ভোট। গাধা না হাতি? ওবামা না ম্যাককেইন? হাড্ডাহাড্ডি লড়াই। লড়াই শেষ।
ওবামাই জয়ী হলো।
আমেরিকার ইতিহাসে ব্ল্যাক প্রেসিডেন্ট। উপরে উপরে বর্ণবাদে বিশ্বাসী না হলেও ভিতরে ভিতরে আমেরিকানরা যথেষ্ট কুট্টি। সেখানে একজন ব্ল্যাক হিসেবে ওবামার জিতে যাওয়াটা সত্যিই বিরাট একটা ব্যাপার। অভিনন্দন তাকে।
পুরা বিশ্বটাকে বলতে গেলে এই আমেরিকা এখন নিয়ন্ত্রন করতে চায় বা করছে। যেখানে তাদের স্বার্থ, সেখানে তাদের অবস্থান। আর তাদের মনপুত না হলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। জ্বলেছে ইরাক, জ্বলেছে আফগানস্থান, জ্বলেছে পাকিস্থান সহ আরো অনেক দেশ।
আমাদের দেশের রাজনীতি আমাদের ইচ্ছায় পরিচালিত হয় না।
তৃতীয় একটা পক্ষ থাকে সবসময়। যার পিছনে আছে আমেরিকা। একসময় পুরো বিশ্বকে শাসন করেছে বৃটেন। আর এখন আমেরিকার সময়। ছড়ি ঘুরাচ্ছে সব দেশের উপর।
বলতে গেলে নাইন ইলেভেনের পর থেকে পুরো বিশ্ব জুড়ে একটা যুদ্ধ যুদ্ধ ভাব। তার উত্তাপ যে আমাদের বাংলাদেশে লাগেনি সেটা অস্বীকার করা যাবে না। সেটার রেশ এখনও চলছে। এবং চলবে। পুরো আমেরিকা জুড়ে অর্থনৈতিক ধ্বস নেমেছিল কয়েক বছর ধরেই।
আমেরিকার পররাষ্ট্রনীতির কাছে আমাদের অবস্থান এখন কি হবে এটাই দেখার বিষয়।
আগামী দিনগুলোতে আমেরিকার নতুন চোখে পুরো বিশ্ব কেমন দেখা যাবে আর তার ফলাফল কেমন হবে সেটা নিয়ে আমরা এখন উদ্বিগ্ন। আমরা শান্তি চাই। বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হওয়াতে আমরা এখন কি পাবো আর নতুন করে কি হারাবো, সেটাই দেখার বিষয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।