আমাদের কথা খুঁজে নিন

   

আমার মেয়ে আমাকে বলেছে, শুভ জন্মদিন বাবা

পথের সন্ধানে পথে নেমেছি.........
গতকাল অফিস থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় ও বাসার লোকজনের মধ্যে কেমন যেন একটা ফুরেফুরে ভাব বিরাজ করছে। বাসায় লোকজন বলতে আমার পাচঁ বছরের মেয়ে ও মেয়ের মা। দেখলাম দুজনেই একটু পরপর কানাঘুষা করছে ও মিটিমিটি হাসছে কিন্তু আমাকে কিছুই বলছেনা। কিন্তু কিছুক্ষন পর ব্যপারটা ঠিকই আছ করতে পারলাম এবং মনে মনে এনজয় করতে লাগলাম। একটু পরপর আমার মেয়ে উত্তেজনা চেপে রাখতে না পেরে এসে বলছে - বাবা তোমর জন্য একটা সারপ্রাইজ আছে, তবে এখন বলা যাবেনা (কারন পাশ থেকে মেয়ের মা চোখ মারছিল)।

আমি অবশ্য ওদের আচার আচরনে খুবই আনন্দিত ও পুলকিত হচ্ছিলাম এবং সব বুঝেও না বুঝার একটা ভান করতে লাগলাম। অবশেষে যখন সাড়ে এগারটার উপড়ে বাজল তখন আমার মেয়ে তার উত্তেজনা আর আনন্দ ধরে না রাখতে না পেরে মার কাছে বারবার যাচ্ছিল আর তাগাদা দিচ্ছিল। এসব দৃশ্য দেখে আমার যে কি পরিমান ভাল লাগছিল........... যাহোক, মা মেয়ে দুইজন মিলে যে আয়োজন করে রেখেছিল তা একসময় বের করে আনল। ওদের এসব কান্ড কারখানা দেখে আমি এতই আনন্দ অনুভব করলাম ও পুলকিত হলাম যে, বিধাতাকে মনে মনে ধন্যবাদ দিলাম, আমাকে একটি সুখী পরিবার উপহার দেওয়ার জন্য এবং এও বললাম হে খোদা -জীবন আমার সার্থক, তুমি আমাদেরকে এভাবেই সুখে রেখো এর বেশী কিছু চাইনা। একসময় মেয়ের হাত ধরে কেক কাটলাম, খেলাম ও খাওয়ালাম।

দুহাত বাড়িয়ে ওদের দেওয়া উপহার নিলাম। বাস্তবিক অর্থেই, সব মিলিয়ে কাল রাত্রে আমার ঘরে স্বর্গ সুখ বিরাজ করছিল। সবাই দোয়া করবেন, এরকম স্বর্গ সুখেই যেন বাকী দিনগুলো কাটাতে পারি, এর বেশী বিধাতার কাছে আর কিছু চাইনা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.