আমাদের কথা খুঁজে নিন

   

নীলাকাশে একেঁছি তোমায়

.............।

মোর চলার গতি যখন- বিচলিত, চঞ্চল, চপলতায় কেবলই ছুটে যায়, আমি দিশেহারার মত; শুধুই সম্মুখে অগ্রধাবিত, তুমি তার মাঝে দেয়াল টেনে দিলে। বুঝালে আমায় তোমার অস্তিত্ব জুড়ে শুধুই মোর স্পন্ধন, তবে কাছে টানার প্রবল আকর্ষন, তোমায় ধীরে ধীরে স্বপ্ন থেকে মোর, গভীর ভাবনার মানষে- করেছে এক পরিপূর্ণ মানষি। তোমার দূরত্ব মোরে ভূলতে শিখিয়েছে ; একটি নির্দিষ্ট সীমানার বাইরে তুমি প্রহরী মাত্র, যে দ্বার মোর রুদ্ধ হয়েছে সে কি উম্মোচন হবে ভেবেছ ? তোমার বিশালতায়- আমি তুলির আচঁড়ে নিলাকাশ একেঁছি। অথচ প্রকৃতির সবুজাভ আর বসন্তের আগমন, এতটুকু আসেনি।

আমি অনেক খুঁজেছি- শুভ্রতার রঙে অনেক পায়রা একেঁছি ; তবু গতি সঞ্চার হয়নি, প্রানের স্পন্দন পায়নি। সোনার হরিন মোর চলে গেছে কবে বনের গহিন অন্ধকারে, সমস্ত চাওয়াই আজ অতলে হারিয়ে। একটি ঘাস ফুলকে আমি চরম মূল্যে সাজিয়েছি মোর ফুলদানিতে, ধরে রাখব ভেবে ; পারিনি আমি। শূন্য হৃদয়ের পূর্ণ হতাশা এ মোর সার্থকতা, জীবনের তিতির রাতে তুমি ছিলে মোর সাথে, আর থাকবেনা ; আমায় তাড়াবেনা আর এ ভাবনা। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.