আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় আমার প্রথম জন্মদিন পালন...........

যা ভাবি তাই লিখি.....
আমরা ৩ ফ্রেন্ড রাশিয়া আসি ৩/৪ দিন আগে-পরে। আমরা ছিলামও একই হোস্টেলে। তাও আবার পাশাপাশি রুমে। আমরা আসার মাসখানেক পরই আমার জন্মদিন ছিল। স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ ছিল।

কিন্তু রাশিয়াতে ঐদিনটাই ছিল আমার সেরা দিন। আর এই অবদান পুরাটাই আমার ঐ ২ পাগলা (!) ফ্রেন্ড এর। আপনারা হয়ত এদের চিনবেন। এরা অতি পরিচিত এবং নিয়মিত ব্লগার। রাজ আশরাফুল হক বারামদী ও ইমরুল।

ওরাই ঘরোয়াভাবে পালন করল রাশিয়ায় আমার প্রথম জন্মদিন। ঐ দিন আবার রাস্তব (রাশিয়ার অন্য একটি শহর) থেকে কল্ করেছিল আমাদের আরেক ফ্রেন্ড। প্রায় দুই ঘন্টার মত আমরা আলাপ করলাম, বললাম রাশিয়ায় আসার পর আমাদের সব অভিজ্ঞতার কথা। সব মিলে really ঐদিনটিই ছিল রাশিয়ায় আমার সেরা দিন। রাশিয়ায় আজ আমার তৃতীয় জন্মদিন পালন।

এই দিনে আমি আবার আমার ঐ ৩ দোস্তকে অনেক অনেক thanks জানাই। রাস্তবের ঐ দোস্তকেও জানাই কারণ ওর ও একটা অদৃশ্য ভূমিকা ছিল আমার জীবনের ঐ সেরা দিনটিতে। সত্যি ঐ দিনটি আমি এখনও miss করি। thanks দোস্তরা আমার জীবনে ঐ রকম একটা দিন দেয়ার জন্য।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.