আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়ায় মুসলিম নির্যাতনঃ মসজিদ থেকে আটক ১৪০

কথিত চরমপন্থীদের ধরতে অভিযান চালাতে গিয়ে মস্কোর এক মসজিদ থেকে ১৪০ মুসল্লীকে আটক করেছে রাশিয়ার পুলিশ। আটকদের মধ্যে ৩০ জন বিদেশিও রয়েছে। শুক্রবার ফেডারেল সিকিউরিটি ব্যুরোর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। রাশিয়ার বার্তা সংস্থা সুত্রে জানা যায়, আটকদের পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ ও পরিচয় জানার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

১৫ এপ্রিল, বোস্টন ম্যারা‌থনে হামলার সাথে এই গ্রেপ্তারের যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়েও কোনো ইংগিত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র চেচেন বংশোদ্ভুত যে দুই ভাইকে বোস্টন হামলার সাথে অভিযুক্ত করেছে। সেই চেচনিয়া রাশিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত। রাশিয়ার কর্তৃপক্ষ এতদিন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন টেলিভিশনে দেয়া এক ভাষণে মন্তব্য করেন যে, বোস্টন বোমা হামলার ঘটনা চেচেনদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের নায্যতা প্রমাণ করে।

চেচেনদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার একত্রে কাজ করা উচিৎ বলেও মন্তব্য করেন রাশিয়ার নতুন জার। কিন্তু রাশিয়ার সরকার সমালোচকরা বলছে যে, দক্ষিণ ককেসাসের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এবং মধ্য এশিয়া থেকে আসা অবৈধ অভিবাসিদের বের করে দেয়ার জন্যই সরকার এ ধরনের অভিযান চালাচ্ছে। এর মধ্য দিয়ে তারা চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বলেও লোকদের ধোকা দেবে। গত ফেব্রুয়ারিতেও অনুরুপ এক অভিযানে ৩০০ লোককে আটক করা হয়। তবে তাদের অনেককেই খুব দ্রুত ছেড়ে দেয়া হয়।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.