একজন বইপোকা।
( আমি খ্রিষ্টান পাদ্রিদের চরম সভ্যতা লংঘনের কিছু ইতিহাস এখানে তুলে ধরার চেষ্টা করবো। আপনাদের সুবিধার্তে পর্ব করে প্রকাশের চিন্তা করলাম। জানিনা, কতটুকু সফলতা পাবো । বিচারের দায় আপনাদের।
)
১৩০০ সালে dominican মতবাদের উদ্ভবের সাথে সাথে গীর্জভিত্তিক অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেলো। সংযোজিত হলো অত্যাচারের নতুন অধ্যায়। অতীতে যেসব পাদ্রিদের রোম সাম্রাজ্যে কোন স্থান ছিলনা। তারাই জ্বালাল অত্যাচারের দাবানল। এমন রূপ ধারণ করছিলো পাদ্রিদের অত্যাচার একজন লোক দু'দিন বাড়িতে না আসলে মনে করা হতো।
ইনকুইজেশনের ধর্মীয় কাপড়ের আড়ালের নরপশুরা তাকে খুন করে ফেলেছে।
১৫০০ সাল পর্যন্ত কেউ এসব লোমহর্ষক কাহিনী লিখতে পারেনি। কিন্তু সবকিছুর একটা শেষ থাকে । ধীরে ধীরে অতীতের কালিমা মুছে যেতে লাগলো। জন্ম হতে লাগলো "রেনাল্ট গন্জালেস মন্টেনো"র মতো মহামানবদের জন্ম হলো।
ঐতিহাসিক সত্য হচ্ছে "রেনাল্ট গন্জালেস মন্টেনো" প্রথম ব্যাক্তি যার লেখনি পাদ্রিদের অত্যাচারের বিরুদ্ধে সমগ্র ইউরোপে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ১৫৬৭ সালে তার ইনকুইজেশন সম্পর্কিত বই "হাইডেল বুরগ" প্রকাশিত হয় জার্মানী থেকে। লেখক স্পেন থেকে জার্মানীতে পালিয়ে গিয়েছিলেন। তার বই এত জনপ্রিয়তা লাভ করে যে মাত্র কয়েক বছরে অনেক গুলো সংস্করণ শেষ হয়ে যায়। বৃটেনের একজন সরকারি কর্মকর্তা "nitiu parkar ark bisp kantbara"র নামে উৎসর্গ করে বইটি অনুবাদ করেন।
বৃটেনে এবং পশ্চিম ইউরোপে প্রোটেষ্টেন্টদের কাছে বই সমাদৃত হয়।
( চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।