আমাদের কথা খুঁজে নিন

   

গোলামের বাচ্চা গোলাম

গোলামের বাচ্চা গোলাম ঃ ছোটবেলায় আমাদের মফস্বল শহরে বাড়ীর পাশে কয়েকঘর অশিক্ষিত, নিম্নবিত্ত পরিবার বাস করতো, আর প্রায়ই নিজেদের মধ্যে কলহে লিপ্ত হত। তখন তাদের মুখে একটা গালি শুনতাম তখন অবশ্য বুঝতে পারতাম না এটা আসলে গালি কিনা। সেটা হল “গোলামের বাচ্চা গোলাম” খুবই বাজে স্বরে বলত অনেকটা খিস্তির মত করে, আর যাকে এটা বলা হত সে তেলে বেগুনে জলে উঠত আমার সেই ছোটবেলায় একটা কথা মনে হত এই কথা এরা কেন বলে আর বললে যাকে বলে সে কেন রেগে যায়, যাই একটু বড় হলে গোলাম শব্দের অর্থ বুঝলাম এর মানে দাস বা চাকর তখন মনে হত এই সামান্য গালির জন্য মানুষ এত রেগে যায় কেন? খারাপ তো কিছু না গোলামের বাচ্চা গোলাম মানে চাকরের বাচ্চা চাকর, এতে এত খারাপ কি আছে ?? এমনকি কুত্তার বাচ্চা/শুয়োরের বাচ্চা গালি থেকেও মানুষ বেশি রাগতো। এর কিছুদিন পর আরেকটু বড় হতে একটি নাম জানলাম গোলাম আজম অবশ্য তখনও খুব বেশী জানতে পারি নাই তার সম্পর্কে, এর পর ১৯৯১-৯২ যখন শহীদ জননী জাহানারা ইমাম এর একাত্তরের ঘাতক-দালাল বিরোধী আন্দোলনের সময় অনেক কিছু জানলাম । ১৯৯২ মার্চ এ আমরা বেশ বড় আমাদের জেলা সদরে আমরা কজন তরুন শত রক্ত চক্ষু আর হুমকি উপেক্ষা করে জনমত গঠন, আর জনমত যাচাই এর কাজ করলাম সাপ্তাহিক আরশীএর পক্ষ থেকে শিশির ভট্টাচার্যের আঁকা গোলাম আজমের কার্টুন দিয়ে মন্তব্য পত্র বানালাম, তখন এই গোলাম শব্দটার মধ্যে অন্যরকম কিছু খুজে পেলাম। আর আজ যখন ৫ ফেব্রুয়ারী’২০১৩ থেকে প্রতিদিন শাহবাগ চত্তরে যাচ্ছি আর মানুষের ঘৃণা আর দ্রোহ দেখে আজ আমি বুঝে গেছি কেন ওই মানুষ গুলা গালি হিসাবে “গোলামের বাচ্চা গোলাম” বলত আর যাকে বলত সে কেন এত বেশী রাগত মনে হয় গোঃ আঃ কে মনে করেই তাদের এই প্রতিক্রিয়া, এত ঘৃণা !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.