শিবির পিডা
৭ নভেম্বর সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদ্বোধন হলো মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এর। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনের অডিটোরিয়ামে সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে উদ্বোধন করা হয় উইন্ডোজ সেভেন। ‘সেভেন অন সেভেন ধামাকা অ্যাট ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইক্রোসফট কমিউনিটির বাংলাদেশ সদস্যরা।
অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আতিকুর রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে মাইক্রোসফটের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানান।
অনুষ্ঠানে মাইক্রোসফট কমিউনিটি বাংলাদেশের সদস্য জান্নাতুল ফেরদৌস উইন্ডোজের ইতিহাস বর্ণনা করেন।
এতে তিনি শুরু থেকে আজ পর্যন্ত উইন্ডোজের যাত্রা সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেন।
পরে উইন্ডোজ সেভেনের বিভিন্ন দিক পরিদর্শন করতে আসেন মাইক্রোসফটের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল) অমি আজাদ। তিনি উইন্ডোজ সেভেনের নানারকম ব্যবহার ও নতুন নতুন ফিচার প্রদর্শন করেন। পাশাপাশি এমভিপি আশেক মাহাতাব ইন্টারনেট এক্সপ্লোরার- ৮ এবং উইন্ডোজ লাইভ বিষয়ক সেবাগুলি প্রদর্শন করেন। অনুষ্ঠানে ডেভেলপারদের জন্য ‘উইন্ডোজ সেভেন ফর ডেভেলপারস’ শীর্ষক আলোচনা করেন এমভিপি আশরাফুল আলম।
সাধারণ ব্যবহারকারীদের জন্য সেমিনার লবিতে পরীক্ষামূলকভবে উইন্ডোজ সেভেন চালিয়ে দেখার জন্য চারটি কম্পিউটার উন্মুক্ত রাখা হয়। এছাড়া অনেক আগ্রহী দর্শকদের ল্যাপটপে উইন্ডোজ সেভেনের পরীৰামূলক সংস্করণ ইনস্টল করে দেয়ারও সুযোগ দেয়া হয়।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।