nh@nhasive.com
বাংলাদেশে ওয়াইম্যাক্সের লাইসেন্স প্রাপ্তির পর আজ আনুষ্ঠানিকভাবে উচ্চগতির তারহীন ইন্টারনেট ওয়াইম্যাক্সের যাত্রার শুরু হয়েছে। লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড (এবিএল) কিউবি শিরোনামে ওয়াইম্যাক্স সুবিধা চালুর ঘোষণা দিয়েছে । আজ এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরা এলাকার আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য কিউবি সেবা সুবিধা চালু করা হয়েছে।
রাজধানীর গুলশান এলাকায় এবিএলের নিজস্ব দোকান কিউবি ফ্ল্যাগশিপ স্টোর চালু করা হয়েছে।
আবাসিক ও ব্যবসায়িক সংযোগের জন্য শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে। যার মধ্যে ৫১২ কেবিপিএস গতি সুবিধার জন্য ৩৪০০ টাকা এবং ১ এমবিপিএস গতি সুবিধার জন্য ৬২০০ টাকা দিতে হবে। এসব প্যাকেজের সুবিধা পেতে গ্রাহককে ৭০০০ টাকায় মডেম কিনতে হবে। এ মডেম কিনলে গ্রাহকেরা বিনামূল্যে মডেম ইনস্টলেশন সুবিধা পাবেন।
কিউবি সম্পর্কে ধারণা আরও ছড়িয়ে দেওয়ার জন্যে রাজধানীর বিভিন্ন প্রান্তে বুথ বসানো হয়েছে, যেখান থেকে গ্রাহকেরা কিউবি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
শুরুতে রাজধানী ছয়টি এলাকায় ওয়াইম্যাক্স সুবিধা চালু হলেও আগামী মাসের শুরুর দিকে রাজধানীর অন্যান্য এলাকার গ্রাহকেরা এ সুবিধা পাবেন এবং আগামী বছরের শুরুতে বিভাগীয় শহর গুলোও এর আওতাভুক্ত হবে বলে জানানো হয়েছে। এছাড়া অচিরেই আরও কিছু অফারের মাধ্যমে খরচ কমানো হবে বলেও জানানো হয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন- http://www.qubee.com.bd
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।