আমাদের কথা খুঁজে নিন

   

আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেছে ক্রিমিয়া

ক্রিমিয়ার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে রুশ ফেডারেশনে যোগ দেয়ার আবেদন জানিয়েছে। রবিবার ইউক্রেনের স্বশাসিত এ উপদ্বীপের জনগণ এক গণভোটে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করার পর এ আবেদন জানাল ক্রিমিয়া। ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট আজ সোমবার এক প্রস্তাব পাস করে আরো বলেছে, ওই উপদ্বীপে অবস্থানরত ইউক্রেনের সব সম্পদ জাতীয়করণ করা হবে। বিলে বলা হয়েছে, “ক্রিমিয়া প্রজাতন্ত্র নিজেকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছে এবং এ বিষয়টিকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘ এবং বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে। ”

 

ক্রিমিয়ার পার্লামেন্টে অনুমোদিত প্রস্তাবে আরো বলা হয়েছে, “ক্রিমিয়া প্রজাতন্ত্র তাকে রুশ ফেডারেশনের একটি প্রজাতন্ত্র হিসেবে গ্রহণ করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে।

” ১০০ আসনবিশিষ্ট আঞ্চলিক পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ৮৫ জন সংসদ সদস্য ভোট দেন।

 

ক্রিমিয়ার প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভ এক টুইট বার্তায় বলেছেন, আগামী ৩০ মার্চের প্রথম প্রহর থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র রুশ ফেডারেশনে যুক্ত হতে যাচ্ছে।  

 

ইউক্রেন সরকার অবশ্য জানিয়েছে, তারা গণভোটের এ ফলাফল মেনে নেবে না। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এ গণভোটকে অবৈধ ঘোষণা করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। গত মাসের শেষের দিকে পাশ্চাত্যপন্থী অভ্যুত্থানে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতন হওয়ার পর থেকে রুশপন্থী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ক্রিমিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.