আমি সত্যে বিশ্বাসী।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ ব্যবহার করে তৈরি করা যুদ্ধজাহাজ ইউএস নিউইয়র্ক। এ উপলক্ষে ম্যানহার্টনে নৌবাহিনীর সেনা সদস্য ছাড়াও ৯/১১ হামলায় নিহতদের আত্মীয় স্বজনেরা এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নিউইয়র্ক শহরের এ জাহাজকে শান্তির প্রতীক বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ৬৮৪ ফুট দীর্ঘ এ জাহাজটি ৮০০ নৌসেনা বহনে সক্ষম। তবে এখন পর্যন্ত এ জাহাজের জন্য নিয়োগ দেয়া হয়েছে ৩৬১ জনকে তবে এদের প্রতি ৭ জনের মধ্যে ১জনকে নিয়োগ দেয়া হবে নিউইয়র্ক অঙ্গরাজ্যে থেকে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ থেকে নেয়া ৭.৫টন স্টিল গলিয়ে বানানো হয়েছে এ জাহাজটির অগ্রভাগ। এ যুদ্ধজাহাজটি তৈরি করতে খরচ হয়েছে ১ বিলিয়ন ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।