আমাদের কথা খুঁজে নিন

   

টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ থেকে বানানো হল যুদ্ধজাহাজ ইউএস নিউইয়র্ক

আমি সত্যে বিশ্বাসী।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ ব্যবহার করে তৈরি করা যুদ্ধজাহাজ ইউএস নিউইয়র্ক। এ উপলক্ষে ম্যানহার্টনে নৌবাহিনীর সেনা সদস্য ছাড়াও ৯/১১ হামলায় নিহতদের আত্মীয় স্বজনেরা এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নিউইয়র্ক শহরের এ জাহাজকে শান্তির প্রতীক বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ৬৮৪ ফুট দীর্ঘ এ জাহাজটি ৮০০ নৌসেনা বহনে সক্ষম। তবে এখন পর্যন্ত এ জাহাজের জন্য নিয়োগ দেয়া হয়েছে ৩৬১ জনকে তবে এদের প্রতি ৭ জনের মধ্যে ১জনকে নিয়োগ দেয়া হবে নিউইয়র্ক অঙ্গরাজ্যে থেকে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ থেকে নেয়া ৭.৫টন স্টিল গলিয়ে বানানো হয়েছে এ জাহাজটির অগ্রভাগ। এ যুদ্ধজাহাজটি তৈরি করতে খরচ হয়েছে ১ বিলিয়ন ডলার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.