আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সবচেয়ে প্রাচীন স্কুল এবং কলেজ কোনগুলি??? সবার সাহায্যে তৈরি হল একটি তালিকা....

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

আমাদের স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব চলছে......তাই মাথায় এসেছিল এই আইডিয়াটা.........দেশের সব প্রাচীন স্কুল আর কলেজগুলারে নিয়ে একটি পোস্ট দিব........সবার সাহায্য চেয়ে পোস্ট দেবার পর আশাতীত সাড়া পেয়েছিলাম........এবং তারপর সত্যিই বিষ্ময়ে হতবাক হয়েছি........... এত পুরাতন সব স্কুল আমাদের দেশে??? আর আমরা কিনা শিক্ষায় পিছিয়ে!!!!!!! এই তালিকায় বেশীরভাগ স্কুল ঐতিহ্যের দিক দিয়ে উপমহাদেশের যেকোন প্রাচীন স্কুল কে টেক্কা দিতে পারবে.........দারুন একটা ব্যাপার!!! কলেজের নাম বেশী পাইনি........তবে পোস্ট নিয়মিত আপডেট করব........আস্তে আস্তে কলেজের নামও যোগ করব নিশ্চয়ই....... প্রাচীনত্বের দিক দিয়ে স্কুলগুলাকে সাজানোর পর তালিকা দাড়িয়েছে এরকম::: লস্করপুর প্রাইমারী স্কুল,হবিগঞ্জ প্রতিষ্ঠা-১৮১৮ ইং রাজশাহী কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা-১৮২৮ ইং বরিশাল জিলা স্কুল প্রতিষ্ঠা - ১৮২৯ মাগুরা গভ. হাই স্কুল, মাগুরা ১৮৩০ সাল। রংপুর জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩২ রাউজান আর.আর.এ.সি আদর্শ স্কুল, রাউজান, চট্টগ্রাম-১৮৩৫ সাল। ঢাকা কলেজিয়েট স্কুল। - ১৮৩৫ সাল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

- ১৮৩৬ সাল। সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা-১৮৩৬ ইং কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩৭ ইং যশোর জিলা স্কুল প্রতিষ্ঠা-১৮৩৮ ইং ফরিদপুর জিলা স্কুল.. ১৮৪০ সাল পটিয়া আদর্শ হাই স্কুল, চট্টগ্রাম। - ১৮৪৫ সাল। পগোজ হাই স্কুল, ঢাকা। - ১৮৪৮ সাল।

বগুড়া জিলা স্কুলঃ ১৮৫৩ পাবনা জেলা স্কুল -১৮৫৩ ময়মনসিংহ জিলা স্কুল ১৮৫৩ সাল দিনাজপুর জিলা স্কুল। - ১৮৫৪ সাল। আজিমপুর গার্লস হাই স্কুল। - ১৮৫৭ সাল। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়(Victoria Memorial): ১৮৫৭ ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয়,গোলাপগন্জ,সিলেট-১৮৫৮ ইং নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী।

- ১৮৬০ সাল। বানারিপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন - ১৮৬১, বরিশাল পুটিয়া পিএন উচ্চ বিদ্যালয়-১৮৬৫ সালে রাজারবাগ সরকারী উচ্চ বিদ্যালয়,চুনারুঘাট,হবিগন্জ-১৮৬৭ ইং ললিতা উচ্চ বিদ্যালয়,বিয়ানীবাজার,সিলেট-১৮৭১ ইং রাজশাহী সরকারী মাদ্রাসা-১৮৭৪ সাল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়,ব্রাক্ষণবাড়িয়া প্রতিষ্ঠা-১৮৭৫ ঝিনাইদহ জিলা স্কুল, ঝিনাইদহ। - ১৮৭৭ সাল। জামালপুর জিলা স্কুল, জামালপুর। - ১৮৭৮ সাল. ভিক্টোরিয়া জুবিলী হাই স্কুল (১৮৮০), চুয়াডাঙ্গা।

বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইল প্রতিষ্ঠা-১৮৮০ বিন্দুবাসিনী সরকারী "বালিকা" উচ্চ বিদ্যালয়,টাঙ্গাইল প্রতিষ্ঠা-১৮৮২ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল। - ১৮৮০ সাল। Victoria Jubilee Government High School (est. 1880) সেন্ট গ্রেগরি স্কুল, ঢাকা। - ১৮৮২ সাল। Talonda Ananda Mohan High School (1882, Tanore upazila) হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়-১৮৮৩ সাল আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

স্থাপিতঃ - ১৮৮৩ সাল। হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়, চাঁদপুর প্রতিষ্ঠা : ১৮৮৫ ইং PN Girl's High School (1886), রাজা জি.সি হাই স্কুল,সিলেট-১৮৮৬ ইং গভঃ জুবিলী হাই স্কুল, সুনামগঞ্জ - ১৮৮৭ মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়,বালাগন্জ,সিলেট-১৮৮৭ ইং মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়-১৮৯১ সালে আলী আমজাদ উচ্চ বিদ্যালয়,কুলাউড়া-১৮৯৩ সালে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গল-১৮৯৬ সালে সরিষাবাড়ী হাই স্কুল, সরিষাবাড়ী, জামালপুর। - ১৮৯৬ সাল Diamond Jubilee Industrial School (1898) ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম স্থাপিত - ১৯০০ইং নকিপুর এইচ সি পাইলট হাই স্কুল, সাতক্ষীরা - ১৮৯৯ সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা-১৯০১ সাল বাইশারি উচ্চবিদ্যালয় - ১৯০২, বানারিপাড়া, বরিশাল কাশিয়ানী জি.সি. পাইলট হাই স্কুল, কাশিয়ানী, গোপালগঞ্জ। - ১৯০২ সাল। চট্টগ্রাম গভ. হাই স্কুল, চট্টগ্রাম।

- ১৯০৩ সাল। রাখালগন্জ কে.সি উচ্চ বিদ্যালয়,রাখালগন্জ,সিলেট-১৯০৪ ইং আরমানিটোলা গভ. হাই স্কুল, ঢাকা। - ১৯০৪ সাল। গোদাগাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। - ১৯০৫ সাল।

কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়, সিলেট প্রতিষ্ঠা- ১৯০৫ ইং Natudaho High School (est. 1906), চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম। - ১৯০৭ সাল। ডাঃ খাস্তগীর গভ. গার্লস হাই স্কুল, চট্টগ্রাম। - ১৯০৭ সাল। চট্টগ্রাম সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা-১৯০৯ সাল।

নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ ১৯০৯ সাল বালিজুরী এফ.এম. হাই স্কুল, জামালপুর। - ১৯১০ সাল। বান্দুরা হলিক্রস হাই স্কুল, নবাবগঞ্জ, ঢাকা। - ১৯১২ সাল। কালাই ময়েন উদ্দিন হাই স্কুল, কালাই, জয়পুরহাট।

- ১৯১৩ সাল। অরুণচন্দ্র হাই স্কুল, নোয়াখালী। - ১৯১৪ সাল। Alamdaņga High School (est. 1914), রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়, বান্ছারামপুর, বি.বাড়ীয়া প্রতিষ্ঠা-১৯১৫ ইং দিরাই উচ্চ বিদয়ালয়,দিরাই,সুনামগন্জ--১৯১৫ সালে কাসিম আলী উচ্চ বিদ্যালয়,ফেন্চুগন্জ,সিলেট-১৯১৫ সালে দুবাগ উচ্চ বিদ্যালয়,বিয়ানীবাজার,সিলেট-১৯১৭ সালে শায়েস্তাগঞ্জ হাই স্কুল,হবিগঞ্জ-১৯১৮ ইং কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়। ব্রাহ্মণ বাড়িয়া: ১৯১৮ সাল ভাদেশ্বর নাসিরউদ্দিন উচ্চ বিদ্যালয়,সিলেট-১৯১৯ ইং দি এইডেড হাই স্কুল,সিলেট-১৯২৮ সাল ওয়েষ্ট এন্ড হাই স্কুল, ঢাকা - ১৯৩০ নান্দিনা মহারানী হেমন্ত কুমারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, জামালপুর।

স্থাপিতঃ ৫ ডিসেম্বর- ১৯৩৪ তেজগাঁও পলিটেকনিক হাই স্কুল, ঢাকা ১৯৩৫ কাপাসিয়া পাইলট হাই স্কুল, কাপাসিয়া, গাজীপুর। - ১৯৩৮ সাল। ব্রাদার আন্দ্রে হাই স্কুল, নোয়াখালী। - ১৯৪০ সাল। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল মোহাম্মদপুর, প্রতিষ্ঠিত, ১৯৫৪ সাল।

কলেজ:::::: ঢাকা কলেজ - ১৮৪১ চট্ট্রাগ্রাম কলেজ-১৮৬১; এম সি কলেজ, সিলেট-১৮৬৩ রাজশাহী কলেজ ১৮৭৩ সাল। আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ। স্থাপিতঃ - ১৮৮৩ সাল। এডওয়ার্ড কলেজ, পাবনা- ১৮৮৯; বি এম কলেজ, বরিশাল-১৮৮৯ জগন্নাথ কলেজ-১৮৮৪; কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-১৮৯৯ সিলেট আলীয়া মাদ্রাসা-১৯১৩ সালে কারমাইকেল কলেজ, রংপুর-১৯১৬। বৃন্দাবন সরকারী কলেজ,হবিগন্জ-১৯৩১ ইং (পোস্ট নিয়মিত আপডেট করা হবে) : ,



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.