আমাদের কথা খুঁজে নিন

   

আসুন শিখি থ্রিডি স্টুডিও ম্যাক্স (ফ্রি টিউটোরিয়াল!) পর্ব-১

Loading...
থ্রিডির প্রতি আমাদের সবারই কম বেশি আকর্ষণ আছে। আর থাকবেই না কেন। চারিদিকে এখন থ্রিডির জয়জয়কার। হলিউড মুভি থেকে শুরু করে নানা এনিমেশন মুভি, টেলিভিশন, গ্রাফিক্স ডিজাইন সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে থ্রিডি। Autodesk 3D Studio Max সর্বাধিক ব্যাবহৃত এবং জনপ্রিয় একটি সফট্ওয়্যার।

থ্রিডির উপর আমি একজন ছাত্র। লক্ষণীয় যে টু-ডির তুলনায় আমাদের দেশে থ্রিডি জানা লেকের সংখ্যা খুবই কম। তবু আশার কথা মানুষ ধীরে ধীরে ধীরে থ্রিডির দিকে ঝুঁকছে। আমার এই পোস্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে থ্রিডির প্রতি সবার আকর্ষণ বৃদ্ধি, কিছু বেসিক বিষয়ের সাথে পরিচয় ঘটানো আর যারা দেই দেই করে সাহসের অভাবে এখনো থ্রিডিতে এখনো হাত দিচ্ছেন না, তাদের সাহস দেয়া। নিচের ছবিগুলো দেখুন যেগুলি থ্রিডিতে তৈরি, প্রথমেই বলি থ্রিডি এমন কঠিন কিছু নয়।

একটু ধৈর্য ধরে কাজ করলে আপনিও হতে পারেন এজন প্রফেশনাল থ্রিডি এনিমেটর আর গড়ে তুলতে পারেন আপনার নিজস্ব ভুবন। আর কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি- ১ম ধাপঃ প্রথমেই 3D Studio Max 8.0 ইনস্টল করুন। যে কোন কম্পিউটার বা সফটওয়্যারের দোকানে ৩০-৩৫ টাকার মধ্যে 3D Studio Max 8.0 সিডি পাওয়া যাবে। ধাপে ধাপে সেটাপ করতে হবে। Regostration, Activation ইত্যাদি করুন।

২য় ধাপঃ আপনাকে জানতে হবে 3D এবং 2D কি। 2D object গঠিত হয় ধৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে, আর 3D object গঠিত হয় ধৈর্ঘ্য, প্রস্থ, আর উচ্চতা নিয়ে। ৩য় ধাপঃ যদি আপনি সফলভাবে Autodesk 3D Studio Max 8.0 ইনস্টল করতে পারেন তবে 3D Studio Max খোলার পর নিচের স্ক্রিনটি আসবে- ৪র্থ ধাপঃ আসুন কিছু তৈরি করি। ডানদিকের কমান্ড প্যানেল হতে Create ট্যাবে ক্লিক করুন। ৫ম ধাপঃ Standard Primitives সিলেক্ট থাকা অবস্থায় Object Type হতে Sphere বাটনে ক্লিক করুন।

৬ ধাপঃ Top ভিউয়ের মাঝখানে ক্লিক করেড্রাগ করুন। মাঝারি আকৃতির হলে ছেড়ে দিন। একটি স্পেয়ার তৈরি হল। ৭ম ধাপঃ কিবোর্ড থেকে Delete চেপে সেপটি মুছে দিন। (সবাই চাইলে আরো দু-এক পর্ব লিখতে পারি।

না হলে এখানেই শেষ। )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।