আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাভেরিক ও নেমেসিস এর জন্মকথাঃ জ্ঞানী পোস্ট

!

ব্লগার ম্যাভেরিক আর নেমেসিস এর আসল পরিচয় কি? তাদের জন্ম পরিচয় জানতেই এই লেখার অবতারণা। আশা করছি জানতে পেরে অনেক মজা পাবেন। চলুন ঘুরে আসা যাক ইতিহাসের পাতা থেকে! ম্যাভেরিকঃ স্যামুয়েল ম্যাভেরিক টেক্সাস এ জন্ম নেওয়া একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং একই সাথে ভূস্বামী। প্রতিবেশীর কাছ থেকে তার ১২০০ ডলার এর পাওনা ছিল। (সে অনেকদিন আগের কথা ১৮৪৫ সালে)।

তো পাওনাদার সে টাকা শোধ করতে না পেরে ৪০০ গবাদি পশুর পাল দিয়ে দেয় ম্যাভেরিককে। কিন্তু ম্যাভেরিক তো র‌্যাঞ্চার (Rancher) ছিলেন না। কিন্তু কি আর করা! এই পশুগুলোকে সামলানো তার জন্য মোটেও সহজ ছিল না। সেই সময়ে র‌্যাঞ্চার'রা নিজেদের গবাদি পশুগুলোকে চিহ্নিত করতে র‌্যাঞ্চ'এর নাম ছাপ দিত গবাদি পশুর গায়ে (একে বলা হয় Brand). কিন্তু বিধিবাম, ম্যাভেরিক তার গবাদি পশুগুলোকে Branded করতে অস্বীকার করলেন । এজন্য নিকটবর্তী সকল র‌্যাঞ্চার'রা ব্রান্ডবিহীন গবাদি পশুগুলোকে ডাকত Maverick বলে. নিন্দুকেরা বলে থাকে, যেকোনো ব্রান্ডহীন গবাদিপশু নিজের কব্জায় নেবার জন্য ম্যাভেরিক এই কাজ করেছিল।

কিন্তু আসলে ম্যাভেরিক চেয়েছিলেন, গবাদিপশুগুলো যেন কষ্ট না পায়, তাই সেগুলোকে ছাপ দেওয়া থেকে অব্যহতি দিয়েছিলেন। ছবিঃ গবাদি পশুকে ছাপ দেওয়া হচ্ছে। এই ঘটনার পরে, ১৮৬৫ সালে প্রথম এই শব্দটি অভিধানে ব্যবহৃত হয়। এর অর্থ দেওয়া হয়ঃ চিন্তা-চেতনায় বা আচার-আচরণে স্বকীয় যে ব্যক্তি। (Independent in behaviour or thought) উদাহরণঃ Maverick Politicians অথবা a maverick detective. He's always been a bit of a maverick. নেমেসিসঃ এইবার আসা যাক নেমেসিস এর কাছে।

নেমেসিস (Nemesis) ছিলেন গ্রিক পুরাণের প্রতিশোধ'এর দেবী। প্রতিশোধে নির্মম, ন্যায়বিচার আনয়নে কৃপাহীন। দেবতাদের বিরুদ্ধে মানুষের ঔদ্ধত্যের শাস্তি দিয়ে থাকেন তিনি। নেমেসিস যাদেরকে অভিশাপ দেন তারা জীবিত ও মৃত উভয় অবস্থায় শাস্তি ভোগ করে। এখান থেকে ইংরেজি নেমেসিস শব্দের উৎপত্তি।

ট্রয়ের হেলেন, নেমেসিস ও দেবরাজ জিউসের কন্যা, সে আরেক মজার কাহিনী! ছবিঃদেবী নেমেসিস নেমেসিস অর্থ দাড়িয়েছেঃ উচিত প্রতিফল, অন্যায়ের উপযুক্ত শাস্তি। কিন্তু এর অন্য আরেকটি অর্থ তৈরি হয়েছে, যেহেতু নেমেসিস এর হাত থেকে (অপরাধীর) রক্ষা নেই, তাই কারো জনম শত্রু বোঝাতেও এই শব্দটি ব্যবহৃত হয়। যেমনঃ In the final Sherlock Holmes will meet his old nemesis, Professor Moriarty. ছবি কৃতজ্ঞতাঃ উইকিপিডিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।