যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
শেয়াল মামার প্রশ্নগুলো ম্যাভেরিকেরগুলোর তুলনায় অনেক সোজা, তাই নো চিন্তা।
ছবিতে দেখা যাচ্ছে একটি পঞ্চভূজ, যদিও আমেরিকার পেন্টাগনের সাথে তার তেমন কোন মিল নেই।
যাই হোক, ধরুন এটি একটি বিশাল খোলা ময়দান, এতে সভা করতে চাইছে আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি। কেউ কাউকে ছাড়তে রাজী না।
ময়দান বিশাল হওয়ায় তত্ত্বাবধায়ক উপদেষ্টা দুরুদুরু বক্ষে প্রস্তাব করলেন যে সমান ক্ষেত্রফলের তিনটি অংশে ময়দানটিকে ভাগ করে দিই, আপনারা তিনদল তিন অংশে মিটিং করুন।
জনাব উপদেষ্টাকে অবাক করে দিয়ে তিনদলই এককথায় রাজী হয়ে গেলো।
শুধু রোমান্টিক পুরুষ এরশাদ সাথে একটা শর্ত জুড়ে দিলেন। তিনি একটু অনুযোগ নিয়েই বললেন, "শুধু ক্ষেত্রফল এক হলে চলবেনা, তিনটি অংশ দেখতেও একই আকৃতির হতে হবে, তা নাহলে তোমরা নির্ঘাৎ আমাকে বেশী ত্যারা-ব্যাকা অংশটা দেবে; হে হে, আমি জানি!"
ঝটপট ভাগ করে ফেলুন।
মনে রাখবেন, AB = BE = 2*DE, কোণ CDE = ২২৫ডিগ্রী, আর তিনটা সমকোণ আছে তাতো দেখাই যাচ্ছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।