আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ১০.১০: ম্যাভেরিক মির্ক্যাট (Maverick Meerkat) রিলিজ পেল আলফা ১।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
উবুন্টু ১০.০৪ এর নিয়ে সবাই যখন মুগ্ধ, অনেক নতুন ব্যবহারকরী বেড়েছে উবুন্টু এই নতুন রিলিজে। পুরাতন ব্যবহারকারীরা ও অনেক আনন্দের সাথে নিয়েছে উবুন্টুর নতুন ভার্সন উবুন্টু ১০.০৪ ( ল্যুসিড লিংক্স ) কে। উবুন্টুর ১০.১০ এর নামকরন করা হয়েছে ম্যাভেরিক মির্ক্যাট (Maverick Meerkat) যার রিলাজ সিডিউল ছিল এমন : আলফা ১: জুন ৩ আলফা ২: জুলাই ১ আলফা ৩: অগাস্ট ৫ আলফা ৪: সেপ্টেম্বর ২ বেটা: সেপ্টেম্বর ২৩ রিলিজ ক্যান্ডিডেট: অক্টোবর ২১ উবুন্টু ১০.১০: অক্টোবর ২৮ ৩ জুনের আগেই রিজিল হলো আলফা ১ । ডাউনলোড করুন এখান থেকে । দেখুন নতুন কি নিয়ে এলো ম্যাভেরিক মির্ক্যাট তার হাজার হাজার ব্যবহারকরীদের জন্য। আজাইরা প্যাচাল : উবুন্টুর খোঁজ খবর জানতে ঘুরে আসতে পারেন হিমেলের ছোট্ট ঘর থেকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.