আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল বর্জন, কুয়েটে ক্লাস, কিছু ভালো সংবাদ, একটি বিশেষ দাবি ও একটি আহ্বান।

মানুষের ভালোবাসাই তো মানুষের জন্য সবচেয়ে বড় শক্তি,সফল হওয়ার পেছনে। " বিদ্যমান পরিস্থিতি যা বলে তাতে আমি আশার মুখ দেখতে পাচ্ছি। দেশের সর্বস্তরের জনগন আগামীকাল হরতালের বিপক্ষে। শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী আগামীকাল সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। নিঃসন্দেহে এটা অনেক ভাল একটা সংবাদ।

দেশের মানুষ সোচ্চার হতে শুরু করেছে। এরকম চলতে থাকলে কোনো অপশক্তিই ভবিষ্যতে আর হরতাল দেয়ার সাহস পাবে না। সারা দেশের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সকল কার্যক্রম সুষ্ঠু ও ঠিকঠাক মতো চলবে। নিঃসন্দেহে এটা অনেক ভাল একটা সংবাদ।

আমার বিশ্বাস আগামীকাল আমাদের কুয়েটের মতো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে। তবে প্রশাসনের কাছে অনুরোধ কাল যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজ বেশ কিছু ভালো সংবাদ পেলাম। ১। হরতাল বর্জন করার সিদ্ধান্ত।

২। যুদ্ধপরাধীদের বিচারের জন্য আইন সংশোধন হচ্ছে সংসদে। ৩। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের নীতিমালা নেয়া হচ্ছে। ভালোই লাগছে।

এই টানা ১২-১৩ দিনের সংগ্রামের প্রাথমিক ফলাফল পাচ্ছি আমরা। সামনে আরও ভালো সংবাদ শোনার আশায় থাকলাম। আমার একটি বিশেষ দাবি, অবিল্লম্বে থাবা বাবা হত্যার বিচার নিশ্চিত করা। আন্দোলনকারী ভাইয়েরা, মিথ্যা প্রোপাগান্ডায় কান না দিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকুন। আর কাউকে না পান, আমাকে পাশে পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.