কালকের ফাটাফাটি জয়ের পর রেকর্ড বইতে বেশ কাটাকাটি করতে হয়েছে। তাতে বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত হয়েছে। সর্বনিম্ন ১০টি ওডিআই ইনিংসের ইতিহাস ঘেঁটে সর্বসিম্ন ৫টিতে বিশ্বরেকর্ডসহ ৩ বার আছে জিম্বাবুয়ের নাম। সেরা (!?) দশে আছে সাবেক ৪ বিশ্ব চ্যাম্পিয়নের নাম। কিন্তু আমাদের গর্বে বুক ফুলিয়ে দিয়ে তাতে একবারও নেই টাইগারদের নাম !
বরং বাংলাদেশের বিপক্ষে ৫ম সর্বনিম্ন রানের নতুন রেকর্ড করলো জিম্বাবুয়ে।
এই তালিকায় ৪র্থ স্থানে আছে ১৯৯২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান (৪৩রান),৮ম স্থানে আছে ১৯৮৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (৫৪ রান), ৯ম স্থানে আছে ১৯৭৪ ও ১৯৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইণ্ডিজ (৫৪ রান) এবং ১০ম স্থানে আছে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৫৫ রান)।
এবার সরাসরি দেখি টপটেনে কে কোথায় আছে---
(রানের ঊর্ধ্বক্রমানুসারে)
রান ওভার দেশ বিপক্ষ সাল
৩৫ ১৮.০ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ২০০৪
৩৬ ১৮.৪ কানাডা শ্রীলঙ্কা ২০০৩
৩৮ ১৫.৪ জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ২০০১
৪৩ ১৯.৫ পাকিস্তান ও.ইণ্ডিজ ১৯৯৩
৪৪ ২৪.৫ জিম্বাবুয়ে বাংলাদেশ ২০০৯
৪৫ ৪০.৩ কানাডা ইংল্যান্ড ১৯৭৯
৪৫ ১৪.০ নামিবিয়া অস্ট্রেলিয়া ২০০৩
৫৪ ২৬.৩ ভারত শ্রীলঙ্কা ২০০০
৫৪ ২৩.২ ও.ইণ্ডিজ দ.আফ্রিকা ২০০৪
৫৫ ২৮.৩ শ্রীলঙ্কা ও.ইণ্ডিজ ১৯৮৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।