দুনিয়াতে সর্বনিম্ন ইন্টারনেট ব্যবহারকারী দেশ বাংলাদেশ...
১. সুইজারল্যান্ড
২. দক্ষিণ কোরিয়া
৩. কানাডা
৪. আমেরিকা
৫. জার্মানি
এইসব দেশে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় ...এখন কেও যদি "বাংলাদেশ" রে খুজা শুরু করে তাইলে তো মুশকিল...কারণ আমাদের দেশ সবার লাস্টে...তাই বাকী দেশগুলার নাম দিলাম না...
সুইজারল্যান্ড ভিত্তিক "ইন্টারন্যাশনাল টেলিকমিনিউকেশন ইউনিয়ন" এর এক জরিপে দেখা গেছে আমাগো বাংলাদেশে প্রতি ১০০ জনে ইন্টারনেট ব্যবহার করে মাত্র ০.৩ জন কিন্তু বডই মজার কথা হইতেছে যে প্রতি ১০০ জনে মোবাইল ফোন ব্যবহার করে ২১.৬৬ শতাংশ মানুষ...
আরও মজার কথা হইতেছে যে, সার্ক দেশগুলার মাঝে নেপাল, ভূটানের মতো দেশেও বাংলাদেশ থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় কিন্তু মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়া আমরা নেপাল, ভূটান দূরে থাক, ভারত থেকেও আগায়ে আছি
হায়রে বাঙ্গালী...তাও একদিকে ভালোই হইছে, যদি বাংলাদেশ ৫০% মানুষ ইন্টারনেট ব্যবহার করতো তাইলে এই সামু ব্লগের কি অবস্থা দাডাইতো ???
(এইটা নিয়ে আগে কেও পোস্ট দিলে ক্ষমা হইছে মনে কইরা ভুল কইরেন )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।