আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে সাবধান।



আমাদের দেশে ধর্মের নামে ভন্ডামী করা একটি রাজনৈতিক একটি দল সেটা হচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামী । ওদের কথা লিখতে গেলে আমার প্রথম মনে পড়ে যায় আমার কলেজ লাইফের একটি ঘটনা, সেটা ১৯৯৫ সালের মার্চ মাসের ১৩ তারিখে আমরা কলেজে হোস্টেলে বসে পড়ছি এর মধ্যে জামায়েত ইসলামী কিছু লোক আমাদেরকে তাদের সাংগঠনিক দাওয়াত দিতে আসছে , তো তারা ইসলামের নামে কোরান হাদিসের আলোকে মুখে সুন্দর সুন্দর কথা বলছে আমরা শুনছি, তারা একপর্যয়ে আমাদেরকে তাদেরই ছাত্র সংগঠন ছাত্র শিবিরে যোগ দিতে বলে, আমার এক ক্লাসমেট রুবেল তাদেরকে অনুরোধ করে বলে ভাই আপনারা এখন আসেন কারন আমাদের সামনে পরিক্ষা তাই পড়ার খুব চাপ । ওদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলে উঠল আস্তে কথা কানে যায় না তাইনা যা বলছি তাই শোন তোরা এখই আমাদের সাথে যাবি আমাদের বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে হবে, আর যদি না যাস তাহলে এই দেখ বলে কোমরে থাকা পিস্তলটা দেখাল , আমার ঐ বন্ধু সে ও কম জেদি না সে কখনও অন্যায়ের কাছে কাথা নত করবে না এটা তার প্রতিজ্ঞা, সে তখন সাথে সাথে উঠে তাদেরকে আমাদের রুম থেকে ঐ মুহুর্তে বের হয়ে যেতে বলল, শুরু হয়ে গেল তর্ক বিতর্ক আমি তাদেরকে শান্ত করার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু কোন লাভ হল না, খুব অল্প সময়ের মধ্যে সারা কলেজ ক্যাম্পাসে গ্যাঞ্জাম ছড়িয়ে পড়ল। উক্ত গ্যাঞ্জামের মধ্যে কখন যে আমার ঐ ক্লাসমেটকে ওরা তার পায়ের রগ কেগে দিছে আমরা কেহই দেখি নাই, কিন্তু তার পরে যে কি ভয়ংকর কান্ড তারা বাহির থেকে আমাদের কলেজ হোস্টেলে দিকে এলো পাতাড়ি গুলি করতে ছিল, আমরা সকলে রুবেলকে নিয়ে ব্যাস্ত তাকে কিভাবে সুস্থ করে তুলব, এদিকে ওদের এলো পাতাড়ি গুলি কি যে ভয়ংকর অবস্থা সে কথা মনে পড়লে এখনও গাঁ শিউরে উঠে। বাংলাদেশ জামায়েত ইসলামী এমনই একটি দল ঐ পচা মাছের মত, পচা মাছ যেমন কোন তরকারীর সাথে মিসলে ঐ তরকারীর স্বাধটাই নষ্ট করে দেয় তেমনি বাংলাদেশ জামায়েত ইসলামী যে দলের সাথে ঐক্য করে সে দলটাকেই পচায়। আজ আবার তাদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একজন প্রিয় নেতা, এবং শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধু বলছে, বিগতদিনে তাদের কোন অনুষ্টানে জাতীয় সংগীত বাজানো হয় নাই, ইদানিং তাদের সকল সাংগঠনিক অনুষ্টানসহ সকল অনুষ্টানে জাতীয় সংগীত বাজানো হচ্ছে, আমার প্রশ্ন কেন এ পরিবর্তন? তাহলে কি তারা আবার বিএনপি ছেড়ে আওয়ামিলীগের কাধে উঠতে চায়, তাদের উদ্দেশ্যতো একদমই ভাল মনে হচ্ছে না। আসুন যারা ধর্মের নামে ভন্ডামী করে তাদের থেকে আমরা নিজে দুরে থাকি এবং অন্যকে দুরে থাকতে উৎসাহিত করি, ধন্যবাদ আপনাদের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.