আজকে সকালের অথবা খুব রিসেন্টলি কোন দিনের "প্রথম আলো"-তে একটা চমৎকার কার্টুন ছাপা হয়েছে। ফেসবুক ওয়াল এর একটা বাংলাদেশী স্যাটায়ার ভার্সন। আমি ফেসবুকে একটু আগে দেখলাম প্রবাসী একজন সেটা তার স্টাটাসে শেয়ার করেছে।
আফসোস লাগল এই ভেবে, যে যদি কার্টুনের ক্যাপশানের লেখাটা ইংরেজীতে হত, তাহলে নি:সন্দেহে এটা বর্তমান প্রেক্ষাপটে সার্বজনীন (ভাষা, সংস্কৃ্তি, দেশ, বর্ন, ধর্ম) একটা কার্টুন হিসেবে হ্য়ত স্বীস্কূতি (?!) পেত। অসাধারন একটা কার্টুন। ডেইলি স্টার বা ইনডিপেনডেন্ট কি লেখাটা শিল্পীর অনুমতি নিয়ে ইংরেজী করে ছাপাতে পারেনা? কিম্বা ফেসবুক বা সামুতেও যদি ইংরেজী ভার্সনটা পাওয়া যেত তাও ভালো লাগত।
সামুর মাধ্যমে কার্টুনিস্টকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সামুতে বাংলা "Open Source" কার্টুন প্রদর্শনী চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।