আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি



পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, মহাজোটের শরিকদের আরো অপেক্ষা করতে হবে (হালুয়া-রুটির ভাগ পেতে, কারণ ওনাদের নিজেদের উদর-পুর্তি এখনও সম্পন্ন হয় নাই)। উনি আরো বলেছেন, "হঠাৎ ধৈর্যচ্যুতি ভাল নয়" (তবে উনাদের ধৈর্যচ্যুতি কিন্তু অলরেডী সীমা ছাড়িয়ে গেছে)। পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন,"মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিভক্তি জাতিকে বারবার পেছনে ফেলে দিয়েছে"। বিস্তারিত এখানে এখন কথা হোল, এই মহাজোটের দলগুলো কারা? লে.জে.হু.মো. এরশাদ এই মহাজোটের একজন নায়ক বলে জানি। এই এরশাদ মুক্তিযুদ্ধের সময় বাঙালী অফিসারদের কোর্ট-মার্শালের বিচারক ছিলেন বলে শুনেছি..... বাহ্ বাহ্ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বটে! এক সময় হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ, গোলাম আজমের সঙ্গেও জোট করেছিল, তখন গোলাম আযমও কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিল? কারণ আওয়ামীলীগের সংজ্ঞানুসারে যারাই আওয়ামীলীগের পক্ষে, তারাই মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি। আর এবার লে.জে.হু.মো. এরশাদ মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.