আমাদের কথা খুঁজে নিন

   

মিলা: ডিসকো বান্দর।।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

দেখো ডানে বামে ঘুরে ঘুরে আংকেল এ গান ধরে যদিও নেই কোনো তালে... আজকে হরদম হবে মাসতি। । নেই আজ কোন স্বস্তি যদি কারো মনটা গলে আন্টিও জানে না আংকেল এর ঠিকানা। ।

হঠাৎ এ চেনা সুর গেয়ে উঠে I am a disco dancer I am a disco dancer I am a disco dancer ইতিমধ্যে নাচের তরে কে যেন আস্তে করে চামে দিয়া বামে ঠেলা দেয়। পাগলা জানে না পাগলির ঠিকানা কেউ তো বুঝে না কে নাচে ধরে কার ডানা। । তোমার পাঞ্জাবীটা জোস্ আমার দোপাট্টাও সুন্দর তাই আমরা হলাম আজকে ডিসকো বান্দর। ।

I am a disco dancer দারোগার পিছে নাচে আনসার। I am a disco dancer অন্য দিকে নাচতে গিয়ে চিপায় দেখি চোখ পাকিয়ে আংকেল ধর্মেন্দ্র হতে চায় কেউ তো জানে না। কারো ঠিকানা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।