আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব চার মারিলে টেস্ট পরীক্ষার্থীদের কি লাভ?

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

দৃশ্য-১: বাংলাদেশের জি্ততে চার রান দরকার। হাতে বল মাত্র একটি। দর্শকরা দাঁতে দাঁত চেপে অপেক্ষা করছেন। প্রতিপক্ষ বোলার হাত ঘুরিয়ে বল করতেই, ব্যাটসম্যান সাকিব সপাটে ব্যাট চালালেন। সরকারি কর্মদিবসেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-অফিস ফাকা করে খেলা দেখতে আসা স্টেডিয়াম ভর্তি ক্রিকেটপ্রেমিদের কানে তালা দেওয়া উল্লসিত চিৎকারের মাঝে বল সোজা আছড়ে পড়ে গ্যালারিতে।

ছয়! ফলাফল: বাংলাদেশের জয়। খেলা দেখে বাড়ি ফিরতে ফিরতে আগামীকাল কি করে অফিসের বসকে আজকের অনুপস্থিতির কারণ বোঝাবে তার প্লান ভাজতে ভাজতে বাড়ির পথে পা বাড়ায় সাদেক। দৃশ্য-২: পলাশ পড়ছে। সামনেই টেস্ট পরীক্ষা। কিনতু...লোডশেডিং-এর জ্বালায় পড়া মাথায় উঠেছে।

দিনে কারেন্ট তো যায়-ই, রাতের বেলাতেও কয়েকবার করে কারেন্ট ইন-আউট করে। পলাশদের বাসা যেখানে, তার পাশেই জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আজ বাংলাদেশের খেলা চলছে। ফ্লাড লাইটের আলোয় ঝকমক করছে স্টেডিয়ামটি। একটা দীর্ঘঃশ্বাস ফেলে সে।

একটা প্রশ্ন জাগে তার মনে। আচ্ছা....হাজার হাজার ওয়াট খরচ করে স্টেডিয়াম আলো করে ক্রিকেট খেলা কি তার মত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর পড়ার চেয়ে বেশি ইম্‌পর্টেন্ট?!! এই খেলাটি কি দিনে হতে পারত না? তাহলে অন্ততঃ ঐ কারেন্টে একটা এলাকার পরীক্ষার্থীরা পড়তে পারতো। কি জানি!!! সে ছোট মানুষ। অত-শত বুঝে না। হবে হয়তো....বড়দের চিন্তা-ভাবনায় খেলাটাই দেশের জন্য বেশি প্রয়োজনীয়! দৃশ্য-৩: খেলার পরের দিন।

শিক্ষক গতকাল খেলার জন্য ক্লাস-এ না আসা ছাত্রদের দাড় করি্য়ে শুধালেন, ''সাকিব চার মারলে তোমাদের কি? শুধু খেলা দেখার জন্য দশ ঘন্টা সময় নষ্ট করলা? হায় রে ক্রিকেট খেলা!! এই দশ ঘন্টায় দেশের কত ক্ষতি হলো কেউ কি কখনো হিশেব করে দেখেছে? গতকাল খেলা দেখেছে কম করেও এক কোটি বাংলাদেশি। দশ ঘন্টার খেলায় মোট দশ কোটি ঘন্টা খরচ হয়েছে। এখন, একজন রিকশাওয়ালা বর্তমানে ঘন্টায় পঞ্চাশ টাকা আয় করে। তাহলে এই দশ ঘন্টায় দেশের ইকোনমির কত টাকা ক্ষতি হয়েছে তোরা হিশেব কষে বলতো?'' শিক্ষক একটু থেমে চিৎকার দিয়ে বললেন, ''পাঁচ'শ কোটি টাকা। '' ''ইংরেজরা দেশি মিরজাফরদের দিয়ে উপমহাদেশ দু'শো বছর এজাতির উপর ছড়ি ঘুরিয়েছে।

আর যাওয়ার সময় এই ভুমির মানুষদের ক্রিকেট খেলা শিখিয়ে দিয়ে সারা জিবনের জন্য তাদের উপর নির্ভরশিল হয়ে থাকার পথ করে গেছে। আর তোরা সেই ফাদে পাড়া দিয়ে সেই ব্যবস্থা আরো পাকাপোক্ত করছিস। '' একটা দির্ঘনিঃশ্বাস ছেড়ে অজানার পানে তাকিয়ে রইলেন শিক্ষক। (আগের লেখাটা কি জানি কেন মুছে গেছে প্রথম পৃষ্ঠা থেকে। তাই, আবার পোস্ট করলাম।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.