আমাদের কথা খুঁজে নিন

   

সেনা শাসন কি সমাগত??

সূত্র বলছে, সব কিছু রেডি। যা যা ঘটতে পারে: * শাহবাগের পরিনতিতে ১ মাসের মধ্যে দেশে গৃহযুদ্ধ লাগবে। * আর্মি ক্ষমতায় আসছে। * ১০ বছর চালাবে দেশ। * বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি তাতে সাপোর্ট দিবে।

* তারেক রহমানকে এনে বিএনপির মহাসচিব বানানো হবে। * ১০০ দিনের মধ্যে হত্যা মামলায় দ্রুতবিচার করে হাসিনার ফাঁসি কার্যকর। * তোফায়েল হবে আ’লীগের নতুন কান্ডারি। * যুদ্ধপরাধের অভিযুক্তদের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হবে। * পিলখানায় সেনা হত্যার নেপথ্যের খলনায়কদের সরাসরি ক্রসফায়ার।

* দেশে ব্যাপক সংস্কার করবে সেনা শাসকরা। [এ কি দেখছি ?? নিচের লিংক এ একজনের ফেসবুকের পোস্ট এটা । পাগলের প্রলাপ। নিচের লিংক এ গেলেই দেখতে পাবেন। ।

] যেখান থেকে কপি পেস্ট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.