আমরা আজ ৪১ জন সেনা কর্মকর্তাকে দাফন করলাম। আমরা ৪১ টা রত্নগর্ভা মায়ের বুকে তাদের যোগ্য সন্তানের সমাধি করে দিলাম। আমাদের মায়েরা আজ কাঁদতেও পারছেন না। বুকের এত বড় পাথর ভেদ করে বের হচ্ছে না তাদের অশ্রুজল। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে যে মায়েদের বুক খালি হয়েছিল তারা কি ভুলতে পেরেছেন সেই শোক, তাদের চোখের জল কি আমরা মুছে দিতে পেরেছি।
পারিনি।
আজ আমরা নতুন করে কত মায়ের চোখে আবার জল এনে দিলাম। আমাদের মায়েরা কি সারাজীবন কেঁদেই যাবে। কোনদিন কি তাদের এই কান্না শেষ হবে না। ৭১ এর মুক্তিযুদ্ধে যারা আমাদের মায়েদের কাঁদিয়েছিল তারা তো ছিল অন্য দেশের, তারা তো আমাদের ভাই ছিল না।
তাই তারা আমাদের মায়েদের বুকে সারাজীবনের জন্য ক্ষত করে দিয়েছিল। কিন্তু আজ আমাদের ভাইরাই আমাদের ভাইকে মেরে ফেলতে পারলো!!! তারা নিজের মায়ের বুকে পাথর চাপা দিল! আমরা ভাল যা আর সব কিছুকে মায়ের সাথে তুলনা করি। তারপরও আমরা মাকে এত কষ্ট দেই কি করে??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।