ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
সদ্য ফোঁটা ঐ গোলাপের কলি,
কহিয়া গেল মোরে কানে কানে বলি...
প্রেম বাঁধনের জোড়ে
রাখো গো বাঁধিয়া,
প্রিয়ারে তব তুমি
শতবার সাধিয়া।
বুকেতে টানিয়া এবার
লওগো তারে,
প্রেমেতে সিক্ত ওগো
করিবে যারে।
দেখো,
আকাশও ডাকিয়া ডাকিয়া
কহিছে.. কত কি তোমায়,
তাহারও মন বুঝি
হারাতে যে চায়।
হাল ছাড়িয়োনা তুমি
পাইবে তাকে, এই বলছি আমি..
শুধু তার কাছাকাছি
একবার আসি,
বলে দাও কানে কানে
তোরে ভালবাসি।
একটা ঝলকে জগতের সুখ
চরণে আসিয়া,
তোমারে নিয়া যাইবে পালায়ে
সুখেতে হাসিয়া।
দুখের জীবনে সুখের বাতাসে
সুখ সুখ গান গেয়ে,
হৃদয়ের ব্যথা বলিবেনা কথা
নীরব সুখ পেয়ে পেয়ে।
অনন্ত প্রেমের অনন্ত জলে
ভাসায়ে দিয়ে তরী,
স্বর্গ আলোর বর্ণালী রঙে
জীবনটা যাবে ভরি।
জগতের স্বর্গ তুমিই পাবে
জেনো হে যুবক..
প্রেমের প্রাঞ্জল জলাভূমি
তোমারই হবে
মেনো হে যুবক..
তুমি যে সুখ রাজ্যের
শ্রেষ্ঠ রাজকুমার,
শ্রেষ্ঠ সুখের আকড়েই, মিলিবে
তোমার উপহার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।