আমাদের কথা খুঁজে নিন

   

প্রাঞ্জল ব্যঞ্জনায় প্রসূণ ঘ্রাণ// শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

বসন্তের উত্তাপ আসে, কে যেনো আমায় ভালোবাসে,
কে যেন প্রাঞ্জল ব্যঞ্জনায় দ্যায় প্রসূণ ঘ্রাণ __
কে যেন সংগোপণে নিবিড় কাছে আসে __
কে যেন প্রখর আর উর্বর করে তোলো বিক্ষত হৃদয়।

কে যেন কাছে ডাকে, আবহমান সংগীতের সুরে,
কে যেন আমায় মধুপুরের মেলায় নিয়ে চলে হাওয়ার পাখনায়,
কে যেন শাশ্বত সুন্দর এক মোহন মদির স্বরে __
কে যেন ফুল হয়ে সুবাস ছড়ায় হৃদয়ের শাখায়।



কাকে যেন আমি ভালোেবেসে ফেলি, কে যেন আমায় !
কার সংরক্ষিত এলাকায় আমি পাই অনুপ্রবেশের টিকেট,
কোন মালবিকা আমায় নিয়ে যায় ঝলমলে অমায় !
আমি আজ যেন পার হয়ে আসি খুলে পৃথিবীর গেট।

পৃথিবীর অন্তগুঢ় আলয়ে অনুভবে আহা কেমন ফাগুনের গান !
খালি চোখে দেখিনা, অথচ অনুভবে আমাদের জুড়ায় পরান।
২৮.০১.২০১৪
[প্রাঞ্জল ব্যঞ্জনায় প্রসূণ ঘ্রাণ//
শাফিক আফতাব //]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।