আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ গঠন

গণতান্ত্রিক প্রশাসন ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম

গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। ০১৭২৪০১৪৪২৮ সূত্র : প্রেস বিজ্ঞপ্তি তারিখ : ১৯.১০.২০০৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ গঠন গত ১২ অক্টোবর ২০০৯ চবি ছাত্র জাহিদুর রহমান রোকনের অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১৮.১২.২০০৮ তত্ত্বাবধায়ক আমলে সংশোধিত গণতান্ত্রিক-দমনমূলক কালো ‘ছাত্র আচরণবিধি’ বাতিল এবং গণতান্ত্রিক প্রশাসন ব্যবস্থার দাবিতে নুসরাত জাহানকে সমন্বয়ক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ’ গঠিত হয়। গত ০১ জুন ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে ‘লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’ আন্দোলন শুরু করে। পরবর্তীকালে আন্দোলনকারী ছাত্র জাহিদুর রহমান রোকনকে চবি প্রশাসন অন্যায়ভাবে বহিষ্কার করলে ‘লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’ ধারাবাহিকভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যায়। ‘গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ’-এর পক্ষ থেকে বলা হয়, ‘‘এই সংগ্রাম লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে শুরু হলেও তা আর এই পরিসরে সীমাবদ্ধ নেই। বরং তা প্রসারিত হয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে মুখ্য হয়ে দাঁড়িয়ে আছে, তাই ‘লাঞ্ছনা বিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’র দাবিসমূহকে ধারণ করে আমরা ‘গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা পর্ষদ’ গঠনের মাধ্যমে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি।’’ পাশাপাশি এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সচেতন ছাত্র, গণতান্ত্রিক শক্তি, ব্যক্তিবর্গ ও দেশপ্রেমিক জনগণকে সমর্থন ও অংশগ্রহণের আহ্বান জানান। বার্তা প্রেরক : গোঁসাই পাহ্লভী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.