আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান সিলেক্টরদের অবদান সম্পর্কে আপনারা কি জানেন???



আমরা সাধারন মানুষ, তাই খেলা দেখতে মাঠে যাই, দেশের জয়ে যেমন আনন্দিত হই তেমনি পরাজয়ে ব্যথিত হই। বাংলাদেশের খেলার দিন শারীরিক অসুস্থতার অজুহাতে অথবা উইদাউট পে ছুটি নিয়ে মাঠে যাই, আবার অনেকে বাসায় বসে টিভিতে খেলা দেখেন সমস্থ কাজ কর্ম ফেলে। ষ্টুডেন্টদের কথা আলাদা, ওরা রাস্থার মোড়ে বা শোরুমের সামনে দাড়িয়ে ১০-২০ ওভার পার করে দেয় হ্য়তোবা ক্লাস বা কোচিং ফাঁকি দিয়ে, রিকশাওয়ালারা পর্যনত ভাড়া না মেড়ে খেলা দেখে গলির কোন দোকানে ঘন্টার পর ঘন্টা। একমাত্র ক্রিকেটেই এদেশের মানুষ যেন প্রাণ খুঁজে পায়। কিন্তু আমাদের নির্বাচকমন্ডলীরা কি চান? সারা দেশের আম জনতা আই, সি, এল ফেরৎ ক্রিকেটের দেরকে দলে দেখতে চায়, গতকাল যারা ষ্টেডিয়ামে গিয়েছেন বা টিভিতে খেলা দেখেছেন বাসায় বা রাস্তার মোড়ে টিভির সামনে জটলা দেখেছেন....... আশপাশ থেকে কি শুনেছেন? এক একটা উইকেটের পতন আর কাপালী, শা. নাফিস, আফতাব দের জন্যে হাহাকার!!! একজন আমাকে জিগ্গেস করলো, আচ্ছা এই রফিকুল আলমের বাংলাদেশের ক্রিকেটে অবদান কি? কিছুক্ষন ভেবে বললাম..... জানিনা।

আকরাম এদেশের ক্রিকেটে অনেক দিয়েছেন কোনো সন্দেহ নেই। নাইমুর একবার অধিনায়ক ছিলো যতটা না যোগ্যতায় তার চেয়ে বেশী দলীয় আনুগত্যে। কিন্তু রফিকুল আলম কি দি্যেছেন? আমি জানি না । আপনারা পারলে জানায়েন। শীলংকা, পাকিস্তান, নিউজিল্যান্ড সহ অনেক দেশই আই,সি,এল ফেরৎদের দলে নিয়েছেন কিন্তু রফিকুল এন্ড কোং তাদের ভারত বাপের তাবেদারী করে কুলিং পিরিয়ড এর ধুয়ো তুলে কাপালী, শা. নাফিস, আফতাব দের দলে নিচ্ছেন না।

আরে ওরা তো আমাদের টাকায় মাসে মাসে বিদেশ যায়, বেতন ভাতা পায়, অথচ জিদের বশে বা ভারত বাপের চাটুকারী করে আমাদের চাওয়াকে পাত্তা দেয়না। জানি না রফিকুল এন্ড কোং আমাদের ক্রিকেট কে কোথায় নিয়ে যাবে? আর আমরাই আর কত পরাজয়ে নীল হবো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.