সাম হোয়্যার ইন টাইম
১৯৯৮ সালে ফ্রান্সে যখন বিশ্বকাপ হয় তখন আমি পড়ি ক্লাস সিক্স এ । রাত জেগে খেলা দেখতাম , বেশ কষ্টই হত বলা যায় । বাংলাদেশের দুই ধরনের সাপোর্টারদের মধ্যে আমি বেছে নিয়েছিলাম আর্জেন্টিনাকে ।
আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলার দিন । খুব মনোযোগ দিয়ে খেলা দেখছি ।
প্রথম গোল টা পেনাল্টি থেকে করল বাতিস্তুতা , পরের গোলটা করল অ্যালান শিয়ারর , তিন নম্বর গোলটা করল মাইকেল ওয়েন এবং গোলটা ছিল " সাইড গোল " । অসাধারণ সেই গোল , চোখে লেগে থাকার মত গোল । আমি মাইকেল ওয়েনের ভক্ত হয়ে গেলাম ।
মাইকেল ওয়েন লিভারপুলে তার ক্যারিয়ার জীবন শুরু করেন এবং দুর্দান্ত ফর্মে থাকাকালীন সময়ে রিয়াল মাদ্রিদে চলে যান , কিন্তু রিয়ালে যাবার সাথে সাথে ভাগ্য বিধাতা কেন জানি মুখ ফিরিয়ে তাকান । ফর্ম পড়তে থাকে , চলে আসেন নিউক্যাসলে ।
এই মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনস মুখ তুলে তাকান তার দিকে ।
গতকাল লিগ কাপে Barnsley এর বিপক্ষে দ্বিতীয় গোলটা করেন ওয়েন এবং আবার সেই নয়ন জুরানো সাইড গোল বা ওয়েন টাইপ গোল । চলে গেলাম ৯৮'র বিশ্বকাপে , চলে গেলাম ক্লাস সিক্সের উন্মাদনায় , যদি ও আমি রেড ডেভিলদের সাপোর্টার নই কিন্তু মাইকেল ওয়েনের কারণে একটু একটু সাপোর্ট হয়ে যাচ্ছে ।
বিধাতার কাছে মিনতি করি যেন ক্যাপেলো ওয়েনকে তাঁর টিমে সুযোগ করে দেন আর আমরা ও ২০১০ এর বিশ্বকাপে আবার ও সেই ১৮ বছরের ওয়েনের ঝলকানো রূপ দেখতে পাই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।