আমাদের কথা খুঁজে নিন

   

দেশে বেকারত্ব! সু বুদ্ধি!

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমার বিদেশ জীবন এক বছর তিন মাস। বিদেশে এসে যেমন ঠেলা খেয়েছি তেমন দেখেছি রমরমা টাকা। কাজ আর কাজ। টাকা আর টাকা। এটা কেও অস্বিকার করতে পারবেনা।

বেতন কম হলেও ওভার টাইম আছে। বিদেশে এসে যা দেখেছি, বাংলাদেশের বাইরের মানুষ গুলো তাদের দেশের মানুষ গুলোকে মারাত্বক ভাবে সাহায্য করে। এক জন চাকরী করলে আরেকজন কে ভিজিট ভিসায় নিয়ে আসে। তিন চার মাস থেকে একটি ব্যবস্থা করে ফেলে। অন্য সাহায্যে যেমন, সেটা হতে পারে ভিসার ক্ষেত্রে।

হতে পারে চাকরীর ক্ষেতে এমন কি ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা পয`ন্ত করে দেয়। আমাদের দেশের মানুষেরও এমনটি করা উচিৎ। কারন দেশে কোটি মানুষের বেকারত্ব। অন্তত বিদেশে একজন যদি আত্বীয় স্বজনের বাইরে আর একজনের জন্য চেষ্টা করে তাহলে হয়ত অনেক বড় উপকার হবে দেশের এমনকি বেকার জীবনের। এ ক্ষেত্রে আমার কথা হলো, দেশে চাকরী পাওয়ার চেষ্টার পাশাপাশি সম্ভব হলে চলে আসুন বিদেশে ভিজিট ভিসায়।

একবার চেষ্টা করে দেখুন। হয়ত মিলে যাবে ভাল কোন চাকরী ভাল কোন দেশে। যেমন দরুন, যদি ডুবাইয়ে আসুন আমরা হাজার হাজার বাংলাদেশী। বিমান ভাড়া লাগে মাত্র আসা যাওয়া ২০ থেকে ২২ হাজার টাকা এমনকি কোন প‌্যাকেজ থাকলে আরও কম এবং সত্যি বলতে যারা বিদেশে থাকে তাদের মনটা দেশের মানুষকে সহায়তা করার মত মন থাকে। দেখুননা একটু চেষ্টা করে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.