আমাদের কথা খুঁজে নিন

   

দেশী টিভিগুলা কেন পারে না ইএসপিএনের মত খেলা প্রচার করতে?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এত এত চ্যানেল, এত এত ক্যামেরা, রাস্তায় বের হলে হেনো দিন নাই দু/চারটা চ্যানেলের গাড়ী যেকারো বাড়ীর আশেপাশে দেখা না যাবে, অথচ খেলা প্রচারের প্রযুক্তি দেখে অবাক হতে হয়। সেই নাইনটিন উনষাট্টিসাল থেকে দেখতেছি বাংলাদেশের টিভি চ্যানেলে ফুটবল বা ক্রিকেট সম্প্রচারের দৈন্যদশা। যোজন যোজন দূরত্ব টের পাওয়া যায় পাশ্ববর্তী দেশের সাথেও। একই খেলা দেশী চ্যানেলের প্রযুক্তিতে প্রচার করলে মনে হয় কি সব বালছাল দেখছি। ফুটবলে বল খুঁজে পাওয়া যায় না, ক্রিকেটারদের চেহারা বোঝা যায় না।

অথচ ইএসপিএন, স্টার স্পোর্টস যখন সম্প্রচার করে - কি ঝকঝকে মাঠ, কি চমৎকার স্কোরবোর্ড থাকে ঐ একই চিত্রের! দুই যুগ তো হবেই বিদেশী চ্যানেলগুলো তাদের প্রযুক্তি নিয়ে দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক খেলাগুলো সম্প্রচার করে যাচ্ছে। অথচ আমাদের কোনো উন্নতী হলো না। ক'দিন আগে দেশ টিভিতে প্রচারিত টি-টুয়েন্টির ফাইনালটা দেখে মনে হলো ক্রিকেট নয়, ধুধু প্রান্তর দেখছি। কত রান হয়েছে তাও বোধহয় এমএস ওয়ার্ডে লিখে ক্যামেরার সামনে টানিয়ে দেখিয়েছে। অথচ আজকে জিম্বাবুয়ে-বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচে সেই একই মাঠ মনে হলো অন্যরকম, দৃষ্টিনন্দন।

ইএসপিনের প্রযুক্তি ব্যবহার করার মত সামর্থ্য কি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের নাই? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত উন্নত হয়েছে, কোটি কোটি টাকা আয় করছে, দেশের ছেলেরা বিদেশে গিয়ে বাংলাদেশের পতাকা উড়াচ্ছে অথচ টিভিতে খেলা দেখানোর দুরাবস্থা দেখলে আদৌ কোনো উন্নতী হয়েছে বলে মনে হয় না। আর ধারাভাষ্যেরও যে হাল, একমাত্র আতাহার আলী খান ছাড়া আর কাউকেই যোগ্য মনে হলো না। চৌধুরী জাফরুল্লাহ শরাফতকে তো ক্রিকেট মাঠ থেকে কয়েক হাজার মাইল দূরে নির্বাসন দেয়া উচিত, এই সালাকে কেন এখনও বকবক করতে মাঠে ঘেসতে দেয় পাবলিক!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।