আমাদের কথা খুঁজে নিন

   

কমেনি পিয়াজের দাম, মাছ সবজির বাজার চড়া

বৃহস্পতিবার থেকে টিসিবির খোলাবাজারে প্রতি কেজি ৪৭ টাকা দরে পিয়াজ বিক্রি শুরু করলেও রাজধানীর খুচরা বাজারে এখনো পিয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা দরে। অন্যদিকে সারা দেশে বৃষ্টি হওয়ায় বেড়ে গেছে সবজির দাম। সবজি ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম ঊধর্্বমুখী। এ সপ্তাহে বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শসা ৫০, পটল ২৫, কাঁচা মরিচ ৭০, বেগুন ৬০ টাকা কেজি। পাইকারি বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৫০, বরবটি ৫০, ঝিঙা ৪০, মূলা ১৫ ও পেঁপে ১৫ টাকায়।

এদিকে মাছের বাজার চড়া হলেও ডিম ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে। গত বৃহস্পতিবার থেকে টিসিবি সারা দেশে খোলাবাজারে ৪৭ টাকা দরে পিয়াজ বিক্রি শুরু করলেও এখনো খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি।

অন্যদিকে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে অধিকাংশ মাছের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৭৫, খাসি ৪৫০ আর ব্রয়লার মুরগি ১৫৫ টাকায়।

প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। মাছ আর সবজি কিনতে আসা শহিদুল ইসলাম জানান, দাম খুব চড়া।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.