আমাদের কথা খুঁজে নিন

   

কেমনে বাঁচি ভাই ?

ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।

রঙ মেখে আজ সঙ করো না বাজার বেজায় চড়া কারো মনে শান্তি যে নাই অষ্থিরতায় ভরা। চল্লিশেতে পিঁয়াজ কিনি শ'পেড়িয়ে তেল আদা-রসুন, আলু-বেগুন তারাও দেখায় খেল। বাঁচার তাগিদ তাড়া করে সকাল দুপুর রাতে এক মুঠো ভাত সপ্ন এখন ভর্তা-সানার সাথে। খাবার খোজে বেড়িয়ে পড়ি কাজেরও খোজ নাই অনাহারে অদ্রাহারে কেমনে বাঁচি ভাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।