অনেক দিন ভেবেছি যে কিছু একটা লিখব কিন্তু আর পারছি না তাই আজ লিখছি...আমরা কি পারি না রাজনীতি কে একটা প্রতিষ্ঠান হিসাবে দেখতে, যেখানে আমরা সবাই মিলে মিশে কাজ করবো। ভাল না করলে সবাই মিলে এক হয়ে তার প্রতিহত করবো আর ভাল করলে তাকে আমরা সমর্থন করবো। আমরা এমন একটা দেশ গড়ব যেখানে সবাই সবার অবস্থান থেকে কাজ করে যাবে যেন পৃথিবীর মানচিত্রে আমাদের দেশ উজ্জ্বল তারার মত জ্বলতে থাকে। পৃথিবীর যে সকল দেশে আমাদের ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু, বান্ধব আছে তারা যেন নিজের দেশের কথা বলতে গর্ব বোধ করে, আর সেই সাথে আমাদের বিদেশি বন্ধুরাও আমাদের কে সন্মান করতে পারে। আসুন আমরা সবাই মিলে মিশে কাজ করি। আর যারা রাজনীতি করেন বা দেশের বিভিন্ন পদে অবস্থান করছেন তাদের কাছে আমাদের আবেদন, যেন তারা এমন একটা উপায় বের করেন যাতে সবারই অংশগ্রহণ থাকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।