যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায়
গণরোষ
জমছে, গণরোষ জমছে....
লুণ্ঠিত মানুষের
এই শুধু জমাপুঁজি
শাসকের দংশনে
চলে গেছে রুটি রুজি
যতদূর চোখ যায়
দ্যাখে শুধু খালি পেট--
আর ওই সামনেই
ঘেরা তার ধান ক্ষেত !
শাসকের নামধারী
চতুর মাকড়সা |
সেও বসে কষে জাল বুনছে---
মামলার নাগপাশে
শিশুরাও বাঁধা প'ড়ে,
লাঞ্ছিতা নারী মাঠে পুড়ছে |
এদের তো সবই গেছে |
হারাবার কী আর আছে ?
তাই, মুক্তির দিন শুধু গুনছে |
তাই জমছে, গণরোষ জমছে....
এই গণরোষ-কালোমেঘ
আরও ঘনিভূত হয়ে
ওই দেওয়ালেই আছড়ে পড়বে |
যতখুশি ইট গাঁথো
পারবে না, পারবে না,
ভেঙে খান্ খান্ হয়ে পড়বে |
নিবেশের পুঁজি যত,
শাসকের জোর, শত
চেষ্টায় মুখ থুবড়ে পড়বে |
দুষ্ট কবি বলে
গণরোষ-কালোমেঘ
তিলে তিলে হলো সীমাহীন---
উঠবে যে ঝড় দেশে
দেখি তারি পূবাভাসে
এই দুঃসময় নাহি বেশী দিন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।