উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
আমি ফুরিয়ে যাবো একদিন স্তূপীকৃত মেঘের রঙে
প্রতিহিংসার খেরোখাতা থেকে মুছে যাবে সূর্যাস্তের ঝলক
রাস্তার ডিভাইডারে গোপন
শোকপ্রণালীর গ্রন্থি থেকে হুড়মুড় করে বের হয়ে আসবে
না জানা অদৃশ্য সব সড়ক
মহাসমুদ্রে ঢেউয়ের বাঁকে বাঁকে শক্তির চন্দ্রালো ঠেলে
দুলে উঠবে তোমার কোমর
ভেঙে পড়বে অজস্র পানশালার জানালা
কাবাব ঘরের ধোয়াতে ভরে উঠবে শহর, ভরে উঠবে
ঠগবাজদের আছর
আমি জেব্রা দাগের সাদা মৌননদে আবার জন্ম নেবো
ডাকবাক্সের পাশে
এমনি এমনি অপেক্ষা করবো প্রতিদিন
অবহেলায় পড়ে থাকা শহরের সমস্ত হাড়-গোড়
সংগ্রহ করে তাতে লিখে রাখবো
তোমার মুখের আকার, চুলের ঝাউবন
দেখবো রূপকের আড়ালে বেড়ে উঠা
বনভোজন শেষ হয়ে যাওয়া নিঝুম চোখাচোখি
আমার ঘর ভরতি মেঘ
গোল মরিচের কৌটো ভরে উঠছে স্নেহে
ঘর ছেড়ে আমি পালাচ্ছি দূরে, তোমারই শাঁখাতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।