আমাদের কথা খুঁজে নিন

   

যমুনা টেলিভিশনের কাছে প্রত্যাশা



যমুনা টেলিভিশন টেস্ট ট্রান্সমিশন শুরু করছে। অনেক বাধা বিপত্তি পার হইয়া যমুনা শেষ পর্যন্ত পারল। এর আগে টেরিস্টিয়াল ট্রান্সমিশনের পারমিশনও জোগাড় করছিল, পরে তা বাতিল হয়। টেস্ট ট্রান্সমিশনে সমাজের বহু গুন্যমান্য ব্যক্তির সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রচার করতেছে। জামিলুর রেজা চোধুরী, সিরাজুল ইসলাম চোধুরী সহ, ব্যাংকার, সরকারী চাকুরীজীবি, ঠিকাদার কেউ বাদ যায়নি।

তারা যমুনার কাছে তাদের প্রত্যাশার কথা বলছেন। তা হলো নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্টান প্রচার করা, উন্নয়নের কথা বলা ইত্যদি। কিন্তু যমুনা কি আসলেই পারবে জনগনের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে? তাদের অতীত কী বলে? যমুনা গ্রুপ মানেই হচ্ছে দৈনিক যুগান্তর। স্বার্থে আঘাত হানলেই যারা চরিত্র হানিতে পারঙ্গম। এইতো গতকালের যুগান্তর দেখলেই বুঝবেন।

ড. খায়রুজ্জামানের বিরুদ্ধে একটি রিপোর্ট ছাপা হয়েছে। পড়লেই যে কেউ বুঝতে পারবেন এটা উদ্দেশ্যপ্রনোদিত। বসুন্ধরার সাথে যখন ফাইটিং চলছিল জমিজমা নিয়ে তখন বসুন্ধরার বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট ছাপা হয়েছিল। বসুন্ধরা পরে বাধ্য হয় যমুনার মালিক বাবুলের সাথে সমঝোতা করতে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠতে পারবে কি যমুনা টিভি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।