কয়েকদিন ধইরাই সকাল ১০/১১ টার দিকে খুব আমড়া খাচ্ছি। অফিসের সব্বাই কয় হাবিজাবি না খাইয়া দেশী ফল খাওনই ভাল। প্রচুর ভিটামিন সি পাওন যাইব। সিজন শেষ হওনের আগে যদ্দুর রিজার্ভ রাখন যায়। দুইদিন খাওয়ার পর কয় দাত টক হইয়া যায়। এজন্য তো আর ভিটামিন বঞ্চিত হওয়া যায় না। তাইলে উপায় একটাই জুস বানায়া খাও।
যা ভাবা তাই কাজ, হয়ে গেল আমড়ার জুস। দাত টক হওনেরও ভয় নাই, ভিটামিনও আইল।
খাইতে কিন্তু জব্বর অইসে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।