আমাদের কথা খুঁজে নিন

   

একখান হোম থিয়েটার কিনলুম...


মুভি দেখা আমার বড়ই সখ। বিশেষ করে হলিউডের মুভির আমি বেজায় ভক্ত। ঢাকায় আসার পর বউকে নিয়ে প্রতি সপ্তাহে স্টার সিনেপ্লেক্স এ মুভি দেখতাম। আমরা দুজনেই হলিউডি মুভিগুলোকে বেশি প্রাধান্য দিতাম। কিন্তু সিনেপ্লেক্স এ মুভির হিটের উপর ভিত্তি করে টিকিটের দাম কমবেশি হত।

হলের সামনের সিটগুলো ১০০ টাকা আর পেছনের সিট গুলো ১৫০ টাকা। কিন্তু "মনপুরা" , "কোয়ান্টম অব সোল্যাস"-- এইধরনের মুভি দেখতে গিয়ে শুনি ১৫০ টাকার টিকিট ১৭০ টাকা। সাথে ভেতরের পপকর্ন আর ড্রিংকস এর দাম তো আছেই। এ থেকেই কয়েকমাস ধরে বিকল্প উপায় খুঁজতেছিলাম। পত্রিকায় হোম থিয়েটারের বিজ্ঞাপন দেখে আইডিয়াটা মাথায় ঢুকল।

বউকে জানালাম। রাজী হল। এভাবেই গত সপ্তাহে একটা ২৬" এলসিডি মনিটর সাথে একটা হোম থিয়েটার কিনে আনলুম... ৫:১ হোম থিয়েটার। উফার ১২০ ওয়াট আর ৫টা স্যাটেলাইট স্পিকার প্রত্যেকটা ২৮ ওয়াটের। ...সেইরকম শব্দ আগামী হলিডেতে (শুক্রবার) আমরা ঠিক করছি সারাদিন মুভি দেখমু।

সকাল থেকে শুরু করমু...সারাদিন চলবে। বউকে আগেই রান্না করে রাখতে বলছি, যাতে মুভি দেখতে ডিস্টার্ব না হয়। এখন আপনাদের বলিঃ আপনারা যারা মুভি পাছন্দ করেন বা মুভি পাগল আছেন, তাদের সবাইকে শুক্রবারে আমার বাসায় দাওয়াত । জলদি আইসা পড়েন। বিঃ দঃ আসার সময় পপকর্ন আর ড্রিংকস আনতে ভুলবেন না কিন্তু.....
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।