১
গ্রন্থিকগন বলেন সদা
উন্নয়নের আনবো জোয়ার
আমরা সবাই মিলে
সবাই দেখি ছুটছে জোরে
কান নিয়েছে চিলে।
২
চাষী মজুর কামার ধোপা
তোর গাঁয়েতে ঘর করে
নির্বাচনের শেষে কিন্তু
তাদের দেখি একঘরে
৩
গোখুরা সাপে বোরখা পরা
দাড়ি গোপে ঢাকা মুখ
গোমূর্খ সব চালক বেশে
তাদের দেখে পাই না সুখ
৪
চুনোপুটিঁ চুনী এখন
বোয়াল মাছের কোলায় বাস
বাঘের পিঠে বিড়াল চরে
সিংহ মামা চিবায় ঘাস
৫
অধিক লাভের আশায় রে তুই
জাহাঝে দিস পাল তুলে
এড়ে কিংবা বকনা বাছুর
দেখলি না তুই লেজ তুলে
৬
অষ্ট প্রহর কষ্ট লাগে
জলাশয় আজ ভাগ করে
আমার সাগর দখল করে
অন্য লোকে মাছ ধরে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।