কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি
নানারূপে নানাভাবে নানাবিধ দশা
একরূপে ক্ষীরা হও আরভাবে শশা।
কোথাও কোজেট ফের কোথাও জোকিনি
প্রকারে প্রকাশ পাও আকারে না চিনি।
আসমানি বীজ এনে জমিনেতে বুনে
জল, বায়ু মাটি আর পরিবেশ গুণে
চারা ফোটে গাছ হয় ফলে ফুল ফল
মানবজমিন তাতে ঐশী ফসল।
নয়নে দিয়েছো সেঁটে একেক রেটিনা
দুইজনে এক চাঁদ দেখেও দেখি না।
বিলেতে আটকা পড়ে কৃষ্ণের ভিসা
পাতলুন সাব কহে ধুতি বাবু মিছা।
ধ্রুপদের কান নেই মজেছি খেয়ালে
মাথা খুঁটে মরি লাজে কাবার দেয়ালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।